‘নায়িকা হতে গেলে ‘বড় বড়’ লাগবে, তুমি সার্জারি করাও’! জনপ্রিয় প্রযোজকের মুখের কথা অবশেষে ফাঁস করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

এই মুহূর্তে বলিউড ছাড়িয়ে যে সমস্ত শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীরা হলিউড পৌঁছে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে দেখা গিয়েছে তাকে। তবে এবার বলিউডের এক অন্ধকার ইতিহাস নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিনেত্রীকে। এদিন তিনি জানিয়েছেন প্রথম যখন তিনি বলিউডে অভিনয় করা শুরু করেছিলেন তখন একাধিক বার প্রত্যাখ্যাত হতে হয়েছে তাকে।
পাশাপাশি অনেক সময় তার শরীর নিয়েও কুমন্তব্য করেছেন পরিচালক এবং প্রযোজকরা। অভিনেত্রী জানিয়েছেন একটি সিনেমার অডিশন দিতে গিয়ে জনপ্রিয় প্রযোজক অভিনেত্রীকে জানিয়েছিলেন অভিনেত্রীর নিতম্ব এবং স্তন যুগল ছোট। তাই সেগুলো সার্জারি করে বড় করতে হবে। পাশাপাশি অভিনেত্রীর মুখেও সার্জারি করার পরামর্শ দিয়েছিলেন ওই প্রযোজক।
প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন এরপরে বেশ দ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন তিনি। এবং নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল তার। তবে শেষ পর্যন্ত ওই সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে বলিউডের গণ্ডি ছাড়িয়ে নিজের নাম উজ্জ্বল করতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি মুক্তি পেয়েছে তার আত্মজীবনী যা দারুন জনপ্রিয় হয়েছে অনুগামীদের মধ্যে।