গসিপসিনেমা

‘বুম্বাদা’র আশীর্বাদ ‘ – ভাগাভাগি হয়ে গেলো না তো? এপ্রিলের শেষ লগ্নে একদিকে দেবের ‘কিশমিশ’, অন্যদিকে জিৎ এর ‘রাবণ’! দুই সুপারস্টারের জোর টক্কর

একসাথে জোড়া ধামাকা পর্দায়! এপ্রিলের শেষ লগ্নে দর্শকের সামনে দুই সুপারস্টারের জোর প্রতিযোগিতা! কে জিততে পারে দর্শকের মন, নাকি সমান সমানে চলবে টক্কর! এটাই এখন লাখ টাকার প্রশ্ন দর্শকের কাছে। ২৯ এপ্রিল একসাথে সমরে নামতে চলেছে, জিৎ মদনানি এবং দেব অধিকারী। একদিকে মুক্তি পাবে দেব – রুক্মিণী অভিনীত মিষ্টি প্রেমের সংমিশ্রণে প্রেমের কাহিনী ,’ কিশমিশ।’ আবার অন্যদিকে একই দিনে জিৎ পর্দায় ফিরছেন একেবারে ‘রাবণ ‘ অবতার নিয়ে।

আরও পড়ুন: “আটের দশকের নায়িকার সাজে দারুন লাগছে” – ‘ কিশমিশ’ ছবিতে রুক্মিণীর সাদামাঠা রূপে মুগ্ধ দেব!

দুই সুপারস্টারের একসাথে ডাবল ধামাকা নিয়ে যে জোর চর্চা শুরু হয়েছে একথা বলার অপেক্ষা রাখেনা। তবে খবর প্রকাশ্যে আসতেই, বয়োজ্যেষ্ঠ হিসেবে নিজের দায়িত্ব পালন করতে কিন্তু ভোলেননি টলিউডের সবার দাদা, বুম্বা দা। দুই হিরোকেই একই ভালোবাসার আলিঙ্গনে বেঁধে সমস্ত আশীর্বাদ উজাড় করে দিয়েছেন। দুই অভিনেতাই যেনো দর্শকের ভালোবাসা পেতে পারে সেই অনুচ্চারিত শব্দই যেনো লুকিয়ে ছিল ওই আশীর্বাদের মধ্যে।

‘কিশমিশ’- এর পরিচালক রাহুল ছবির প্রতিযোগিতা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে নিজের মতামত ব্যক্ত করেছেন অত্যন্ত দক্ষতার সাথে তিনি বিষয়ে টিকে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে কোনো প্রতিযোগিতা কখনোই নয়, দুটি ছবিই একেবারে ভিন্ন স্বাদ দেবে দর্শকদের। একদিকে দেবের ছবিতে এক অন্য রকম প্রেমের গল্পের ছোঁয়ায় গল্প এগোবে অন্যদিকে জিৎ এর অভিনয়ে এক রোমাঞ্চ ও অ্যাকশনে ভরপুর ছবি। ফলে প্রতিযোগিতার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তাঁর কাছে মনে হয়েছে, যে দর্শকের যে দিকে অধিক আকর্ষণ সে সেই ছবির প্রতি ঝুঁকবে এটাই তো স্বাভাবিক।

আরও পড়ুন: মা-মাসির সোহাগ – শাসনের অসাধারণ যুগলবন্দী, এবার মৈনাক ভৌমিকের পরিচালনায়, মাসি, মিমি চক্রবর্তী কি মন কেড়ে নিতে পারবে দর্শকের!

তবে তিনি শো পাওয়ার খেতে দুটি ছবিতে এক সুন্দর হিসেবেও দেখিয়ে দিয়েছেন, একদিকে ‘রাবণ’ পাঁচটি, অন্যদিকে কিশমিশ পাঁচটি শো পেয়ে দুটি ছবির সাফল্যের দিকটা তিনি তাঁর ভাষায় ব্যাখ্যা করেছেন। সিনেমার কাজে অত্যন্ত ব্যস্ত থাকার দরুন জিৎ এর সাথে কোনো সংবাদমাধ্যমে সেভাবে কথাবার্তা না হলেও ছবির নায়িকা তনুশ্রী তিনি দাবি করেছিলেন, দর্শকরা তাদের প্রিয় অভিনেতা জিৎ কে যে অবতারে একেবারে অ্যাকশন এর ভূমিকায় সেই ভূমিকা নিয়েই পর্দায় আসতে চলেছেন তিনি। ফলে অভিনেত্রী আশা করছেন , অনুরাগীদের এক বিরাট অংশ জিৎ এর অ্যাকশন এর টানে আসবেই। একই সাথে তিনি দেব – রুক্মিণী অভিনীত আসন্ন ছবি ‘কিশমিশ ‘এর জন্যও তাঁর অনেক শুভ কামনা জানিয়েছেন।

দুই পক্ষই আশাবাদী ছবি সুপারহিট হওয়া প্রসঙ্গে। ছবির খবর প্রকাশ্যে যেতেই, ইন্ডাস্ট্রির একজন অভিভাবক হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজন অভিনেতাকে একসাথে আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে দাদার আশীর্বাদে কোনো কম বেশি হয়নি। তিনি দুই স্টারের ছবির ক্ষেত্রেই সমান ভাবে সফলতা কামনা করেছেন অভিভাবক হিসেবে।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

Related Articles

Back to top button