‘রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাইনা, আমার নামে প্রচুর খারাপ কথা বলেছে’! অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তীব্র শোরগোল

এক সময় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের আবারও হলমুখী করে তুলতে সক্ষম হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। পাশাপাশি সেই সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে এবার সেই সিনেমার ১৪ বছর পূর্তিতে বিস্ফোরক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিলেন অভিনেতা রাহুল।
এদিন তিনি জানিয়েছেন এই সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিলেন তারা, এটা ঠিকই। কিন্তু রাজ চক্রবর্তী তার নামে অনেক খারাপ কথা বলেছিলেন এমন দাবি করতে দেখা গিয়েছে অভিনেতাকে। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রেম আমার’ সিনেমাটিও তার জন্য লেখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাকে সরিয়ে দিয়ে সেই সিনেমায় কাজ করতে দেখা যায় অভিনেতা সোহম চক্রবর্তীকে।
এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন তিনি কোনদিনও তৃণমূল বিধায়ক হতে চাননি, যে কারণে তার প্রেম আমার ছবিতে কাজ না করতে পারা নিয়ে এখনও কোন আক্ষেপ নেই। এদিন অভিনেতা জানিয়েছেন শুধু তাকে একা নয় বরং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়েও খারাপ কথা বলেছেন রাজ চক্রবর্তী। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে পাল্টা কোন উত্তর দিতে দেখা যায়নি পরিচালককে।