গসিপ

শেষমেশ প্রধানমন্ত্রী কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিগ বস খ্যাত রাখী সাওয়ান্ত! নেপথ্যে আসল রহস্য কি!

রাখী সাওয়ান্ত আর সেখানে বিতর্ক থাকবেনা একথা যেনো ভাবাই যায়না। বিগ বসের ঘর থেকে বাইরে আসার পর থেকেই নিজেকে সর্বদা ক্যামেরার সামনে রাখার জন্য সমস্ত বিষয় নিয়েই একের পর এক বেফাঁস মন্তব্য করে তিনি সর্বদা চর্চার মধ্যে থেকেছেন। বলিউডের ড্রামা কুইন বললেও কম বলা হবে সেই রাখী সাওয়ান্ত কিনা এবার খোদ প্রধানমন্ত্রীর সম্পর্কে এমন মন্তব্য করে বসলেন! বিতর্কের আরেক পিঠ যেনো তিনি , তবে এবার একেবারে প্রধানমন্ত্রীকে নিজের কথার মধ্যে টেনে এনেছেন তিনি।

আরও পড়ুন: শেষমেশ প্রধানমন্ত্রী কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিগ বস খ্যাত রাখী সাওয়ান্ত! নেপথ্যে আসল রহস্য কি!

তবে এই মন্তব্যকে নিয়ে জলঘোলা হওয়ার আগে একটা কথা বলাই যায় রাখী কিন্তু এর আগের সমস্ত ভিডিওতে একটা কথা স্পষ্ট করেছেন তিনি মোটেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নন উলটে আগের সমস্ত ভিডিওতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসাই করেছেন। তবে এবার তিনি যা বলে বসলেন সেই কথা নিয়ে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আরআরআর ছবির সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল রাখী সাওয়ান্ত কে।

উক্ত পার্টিতে রাখী সাওয়ান্ত কে জানতে চাওয়া হয়েছিল দক্ষিণী সিনেমার ডেবিউ সম্পর্কে। যেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই তো বলিউডের জগৎ থেকে দক্ষিণী সিনেমার দিকে প্রবেশ করছেন সেক্ষেত্রে যদি রাখী সাওয়ান্ত এর কাছে কোনো অফার আসে তিনি ঠিক কি সিদ্ধান্ত নেবেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাখী সাওয়ান্ত এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন যেখানে তিনি দেশের খোদ প্রধানমন্ত্রীকে টেনে এনেছেন। তিনি উত্তরে বলেছেন, চা বানাতে বানাতে কেউ প্রধানমন্ত্রী হতে পারলে তিনি নাচ করতে করতে অভিনয় কেনো পারবেন না? যেখানে সরাসরি তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন টেনে এনেছেন।

আরও পড়ুন: শেষ ছবি পঞ্চভূজের জন্য পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়! আবেগে আপ্লুত হয়ে চোখের কোণে জল মেয়ে ও স্ত্রীর

তবে বহুজন বহু মত পোষণ করলেও এখানে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতার কথায় আদতে বলতে চেয়েছেন কথার দ্বারা। সেইসঙ্গে তিনিও যে অভিনয় জগৎ এ প্রবেশ করতে চান সেই বিষয়ে তিনি ইচ্ছে প্রকাশ করেছেন। বরাবর লাইমলাইটে থাকা রাখী সাওয়ান্ত এর এই কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগ বসের ঘর থেকে বাইরে আসার পর থেকেই কোনো না কোনো বিষয়ে তিনি তাঁর মন্তব্য প্রকাশ করে নিজেকে লাইমলাইটে রাখার চেষ্টা করে গিয়েছেন। এবার একেবারে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে ভাইরাল হলেন।

 

View this post on Instagram

 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

Related Articles

Back to top button