গসিপ

পরিচালকের জন্মদিনে আদরের চুম্বনে ভরিয়ে দিলেন ‘চরিত্রহীন’ এর নায়িকা! ইন্ডাস্ট্রির রামু জড়িয়ে ধরলেন বাঙালি অভিনেত্রী নয়নার কোমর

একসময় রামগোপাল বর্মা ঊর্মিলা মাতন্ড করকে শো – বিজের সাথে পরিচয় করে দিয়েছিলেন । যদিও পরবর্তীকালে সম্পর্কের গুঞ্জন নিয়ে শোরগোল পড়েছিল। বহু চর্চাও হয়েছিল। কিন্তু এখন সে সব কাহিনী অতীত হয়ে গিয়েছে। রামগোপালের জীবনে এখন একমাত্র অনুপ্রেরণা হিসেবে যাঁর নাম শোনা গিয়েছে তিনি বাংলা অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। কিন্তু অভিনেত্রী মোটেই স্বীকার করেননি একথা তিনি রামগোপাল কে নিজের মেন্টর হিসেবেই পরিচয় দিয়ে থাকেন। তবে এবার সামনে এলো এমন একটি ছবি যা নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে দুজনের মধ্যে।

আরও পড়ুন: ছেলেকে স্কুলে ভর্তি করানোর পরেই নিজের স্কুলের বিশেষ দায়িত্ব পেলেন অরিজিৎ সিং! ভাইরাল হলো সেই ছবি

মেন্টরের জন্মদিনে আদরের চুম্বন দিয়ে ভরিয়েছেন। গাল ভরিয়ে দিয়েছেন চুমুতে। আবার রামগোপাল ও আদরে জাপটে জড়িয়ে ধরেছিলেন অভিনেত্রী কে। কিছুদিন আগেই ৬০ বছরের জন্মদিন পার করে ফেলেছেন রামগোপাল। আর সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। লাল শাড়িতে একেবারে সেক্সী লুকে তিনি রামগোপালের বাহুতে ধরা দিয়েছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই ভিডিও সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ঊর্মিলা এবং অন্তরা মালির সাথে তুলনা করা শুরু হয়েছে। সম্পর্ক নিয়েও বিভিন্ন মতামত উঠে আসছে।

রামগোপালের আসন্ন ছবি ডেঞ্জারাসে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এক সমকামী যুগলকে কেন্দ্র করে ক্রাইম থ্রিলার হতে চলেছে ছবির বিষয়বস্তু। তবে ছবির মুক্তি স্থগিত থাকার প্রসঙ্গে রামগোপাল জানিয়েছেন, সিনেমা হলের মালিকদের অসহযোগিতার কারণে তিনি বাধ্য হয়ে ছবির মুক্তি স্থগিত রাখতে বাধ্য হয়েছেন। তবে তিনি জানিয়েছেন, খুব শীগ্রই ছবির মুক্তি ঘটবে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সেন্সর বোর্ডের তরফ থেকে তাঁকে কোনো সমস্যায় পড়তে হয়নি।

আরও পড়ুন: এবার কি তবে বিয়ের পিঁড়িতে অভিনেতা সৌরভ দাস! পাত্রী সম্পর্কে কি বললেন তিনি সংবাদমাধ্যমের সামনে

কিন্তু থিমের ক্ষেত্রে তিনি ভেবেছিলেন ৩৭৭ ধারায় সমকামিতা কোনো অপরাধ নয়, তিনি ছবির মুক্তি নিয়ে দেরি হবে আশা করেছিলেন কিন্তু তারপর তিনি নিজে ভুল প্রমাণিত হয়েছেন। কারণ সমকামিতা যে এখনও সমাজে ট্যাবু হিসেবে রয়ে গিয়েছে সিনেমা স্থগিত হওয়ার পর তিনি এই কথা নিজে উপলব্ধি করতে পেরেছেন। ৩৭৭ ধারার প্রয়োগ ঘটার পরেও সমাজ এখনও যে মেনে নিতে পারেননি সেই কথা সেন্সর বোর্ডের তরফ থেকে যেনো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Related Articles

Back to top button