গসিপ

কথা দিয়ে কথা রাখেননি পরিচালক-অভিনেতা অঞ্জন দত্ত, আইনি নোটিশ জারি প্রযোজক রানা সরকারের!

প্রযোজক রানা সরকার ইন্ডাস্ট্রির একের পর একজনের বিরুদ্ধে সরব হচ্ছেন। তিনি সর্বদাই এখন সংবাদের শিরোনামে রয়েছেন। এবার তিনি কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছেন প্রযোজক তথা অভিনেতা অঞ্জন দত্তকে। রানা সরকার এর প্রধান অভিযোগ , ‘বেলা বোস ‘ নামের একটি ছবি করার কথা দেওয়ার পরেও বর্তমানে পরিচালক সামান্য কারণ দেখিয়ে ছবি থেকে সরে যাচ্ছেন। অন্যদিকে প্রযোজকের দাবি, তিনি ইতিমধ্যেই ছবির ঘোষণার সাথে সাথে ছবির খাতে অর্থ ব্যয় করে ফেলেছেন। পরিচালককে তাঁর প্রাপ্য অর্থও দিয়ে ফেলেছেন তিনি। ফলে রানা সরকার এখন রীতিমতো আর্থিক ক্ষতির সাথে সাথে সম্মান হানির সম্মুখীন । প্রযোজক পরিচালকের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন। হয় অঞ্জন কে ছবির পরিচালনা করতে হবে আর নয়তো তিনি আইনি পথে এগোবেন।

আরও পড়ুন: মাত্র বারো দিনের পুত্র সন্তানকে ছেড়ে কাজে ফিরতে অনেক কেঁদেছেন ভারতী! পাপারাৎজিদের সামনে জানালেন সেকথা

‘মানবজমিন’- এর প্রযোজকের থেকে জানার চেষ্টা করা হয়েছিল। পরিচালক রানা সরকার সেই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, অঞ্জন দত্তের ছবির গল্প ছিল সেই সাথে চিত্রনাট্য জমা করেছিলেন উনি, জানিয়েছিলেন ওনার জীবনের শ্রেষ্ঠ ছবি । রানা সরকার এককথায় রাজি হয়ে যাওয়ার পরে হঠাৎই অঞ্জন দত্ত জানান, ছবির চিত্রনাট্য একেবারেই ভালো হয়নি। তাই তিনি ছবি করতে চাননা। তারপরেই রানা সরকার ক্ষোভ উগরে দিয়েছেন। ছবিটি পরবর্তীকালে করার কথা জানালেও তিনি ভেবে দেখতেন কিন্তু এইভাবে ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পর তিনি শেষ পর্যন্ত আইনি পথে এগোনোর কথাই ভেবেছেন।

প্রযোজক রানা সরকার আরও দাবি করেছেন, কথা দিয়ে কথা ভেঙেছিলেন একবার সৃজিত মুখোপাধ্যায় যিনি ‘চতুষ্কোণ’ ছবির শেষ মুহূর্তে জানিয়ে দিয়েছিলেন ছবি করবেন না তারপরেই ফোন বন্ধ করে রেখেছিলেন। সেই একই ঘটনা ঘটলো এবারও। ঠকানোর মামলা করে তিনি ইতিমধ্যেই একটি আইনি নোটিশ পরিচালককে পাঠিয়েছেন। এখনও পর্যন্ত পরিচালক কোনো মুখ খোলেননি।

আরও পড়ুন: নতুন বছরকে স্বাগত জানাতে না জানাতেই ফের বিচ্ছেদের গুঞ্জন নাকি? সুপারহিট টেলি জুটি নীল – তৃণার বিচ্ছেদ!

রানা সরকার এখনও বুঝতে পারেননি ঠিক কি কারণে এই কাজ করলেন তিনি। কোনো বিরোধী সংস্থার কারণে নাকি। তবে ইতিমধ্যেই অঞ্জন দত্ত তাঁকে সঙ্গীত পরিচালনা বাবদ টাকা ফেরত দিতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। প্রযোজকের দাবি, তাঁর তালিকায় যে ১০ টি ছবি ছিল সেখান থেকে বেলা বোস বাদ পড়লে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। সেই কারণেই হয় তাঁকে ৫৭ লক্ষ টাকা সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে নয়তো ছবি করতে হবে, এই মর্মেই নোটিশ পাঠিয়েছেন।

Related Articles

Back to top button