আলিয়া-রনবীরের বিয়েতেও আমন্ত্রিতদের জন্য থাকবে চুক্তিপত্রের ব্যবস্থা! ঠিক কি কি বিষয় লেখা থাকবে সেই চুক্তিপত্রে

সারা দেশবাসী সাক্ষী ছিল ভি ক্যাটের বিয়ের অনুষ্ঠানের সেই কড়া নিরাপত্তার। যেখানে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিয়ের সমস্ত ব্যবস্থা। যাতে করে কোনো কিছুই ফাঁস না হয়ে যায়। এমনকি সেক্ষেত্রে আমন্ত্রিতদের একটি বিশেষ চুক্তিপত্রে যেখানে কিছু নিয়মাবলী লেখা ছিল সাইন করতে হয়েছিল। বিয়ের আসর থেকে কোনো ছবি তোলা নিষিদ্ধ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের ভিডিও করার ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি করা ছিল।
এবার বলিপাড়ায় ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দর্শকদের বহু প্রতীক্ষিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের এই হেভিওয়েট বিয়েতেও কি এভাবেই চুক্তিপত্রে সাইন করানো হবে নাকি কি বলছে সূত্রের খবর জেনে নেওয়া যাক। তবে বলিপাড়া সূত্রে যে খবর সামনে এসেছে সেখান থেকে বেশ বোঝা গিয়েছে আলিয়া রণবীর ও একই পথে হাঁটতে চলেছেন বিয়ের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় থাকছে না।
সমস্ত সহকারীদের জন্য একটি বিশেষ চুক্তিপত্রের ব্যবস্থা করা হয়েছে। যে চুক্তিপত্রে সই করিয়ে তবেই মিলবে বিয়েতে ঢোকার অনুমতি। যেখানে অবশ্যই কড়া ভাবে বিয়ের কোনো তথ্য বাইরে ফাঁস করা যাবেনা এই বিষয়টির ওপর জোর দেওয়া হবে। কিন্তু এত ব্যবস্থা করেও কি শেষ পর্যন্ত আটকানো গিয়েছিল ভি ক্যাটের বিয়ের সময়, এটাই এখন প্রশ্নের বিষয়! এত কড়াকড়ি ব্যবস্থার পরেও বিয়ে সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য বাইরে ফাঁস হয়ে গিয়েছিল।
ক্যাটরিনা – ভিকির বিয়ের সময় মেহেন্দি অনুষ্ঠানে কি গান বেজেছিল থেকে শুরু করে অতিথি হিসেবে কারা আমন্ত্রিত হয়েছিলেন কাদের বাতিল করা হয়েছিল কোনো কিছুই জানতে বাকি থাকেনি অনুরাগীদের। তাই এই বিয়ের ক্ষেত্রেও আন্দাজ করাই যায় কোনো খবরই গোপন থাকবেনা। ইতিমধ্যেই প্রতিদিনই কোনো না কোনো খবর ঠিক সামনে আসছে অনুরাগীদের।
আগামী ১৭ ই এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিপাড়ার চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ইতিমধ্যেই জানা গিয়েছে, কপূর পরিবারের ঐতিহ্যবাহী আরকে হাউসে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যেই তার জন্য সাজসাজ রব শুরু হয়ে গিয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল থেকে বিয়ের প্রাক অনুষ্ঠান পর্ব শুরু হবে। রূপটান শিল্পী, পোশাক শিল্প-সহ বাকি সহকারীদের চুক্তিপত্রে সই করানো হবে। তবে দর্শকদের মনে একটাই প্রশ্ন এই বিয়ের লাইভ অনুষ্ঠান ঠিক কোন চ্যানেলের মাধ্যমে দেখা যাবে অর্থাৎ কার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি!