রনলিয়ার বিয়ের প্রথম ছবি প্রকাশ হলো! আলিয়ার সৎ দাদা করলেন প্রথম ছবি শেয়ার

দীর্ঘদিনের সমস্ত জল্পনার অবসান! অবশেষে ভাট পরিবারের মেয়ে বিয়ে হয়ে বউ হয়ে গিয়েছেন কাপুর পরিবারের। মিসেস রণবীর কাপুর এখন অভিনেত্রী আলিয়া ভাট। এতদিনের এত জল্পনার শেষ হলো । বৃহস্পতিবার রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতেই পাঞ্জাবি নিয়ম মেনেই অবশেষে সাত পাঁকে বাঁধা পড়েছেন এই জুটি। সারা দেশ অপেক্ষায় রয়েছে জুটিকে একঝলক দেখার জন্য। বর কনের বেশে রালিয়া কে ঠিক কতটা রাজকীয় লাগছে দেখতে সেই অপেক্ষায় অগণিত ভক্তগণ। তবে কথায় বলে , সবুরের ফল মিঠা হয়। এখন তাই মেনে নিয়ে ভক্তদের আরও বেশ কিছুক্ষন অপেক্ষায় থাকতে হবে জুটির দেখা পাওয়ার জন্য।
আরও পড়ুন: “রুহ বাবা আসছে মঞ্জুলিকা সাবধান! ” প্রকাশ্যে এলো ‘ভুল ভুলাইয়া ২’র টিজার
হেভিওয়েট বিয়েতে সমস্ত দিক থেকে নিরাপত্তা বজায় রাখতে ৩০ জন অতিথির জন্য রয়েছেন ২০০ জন দেহরক্ষী মোতায়েন করা। তবে বিয়েতে উপস্থিত তারকাদের কিছু কিছু ঝলক ইতিমধ্যেই সামনে এসেছে অনুরাগীদের। তার মধ্যে করিনা কাপুর এবং বোন করিশমা কাপুরের সাজ ইতিমধ্যেই দেখা গিয়েছে। তবে সবথেকে নজর কেড়েছে পাত্র পক্ষের থেকে রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি এবং মা নিতু কাপুরের বিশেষ লুক। চোখ ধাঁধিয়ে দিচ্ছে একেবারে ভক্তদের।
তবে কনেপক্ষ কোনো কম যায়না। ভাট পরিবারের তরফ থেকে প্রায় সমস্ত সদস্যই উপস্থিত হয়েছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। বিয়েতে আমন্ত্রিতদের জন্য ছবি তোলার ক্ষেত্রে যতই বিধিনিষেধ থাকুক , দাদা বলে কথা তার জন্য এসব নিষেধ তো আর চলে না। তাইতো আলিয়ার সৎ দাদা রাহুল ভাট সোশ্যাল মিডিয়ায় সবার আগে বোনের বিয়ের ভেতরকার ছবি পোস্ট করেছেন। তবে যদি ভেবে থাকেন সেখান রনলিয়া কে দেখতে পাবেন তাহলে আপনি নিরাশ হবেন! এই ছবিতে শুধুমাত্র বাবা মহেশ ভাটের সাথে রাহুল ভাট কে দেখা গিয়েছে একেবারে খুশির মেজাজে। তবে দুজনেই যে একেবারে রাজকীয় স্টাইলে সেজেছিলেন, একথা বলাই যায় ছবি দেখে। মাথায় পাগড়ি পড়ে মহেশ ভাট আবার নিজের হাতে জামাই রণবীর কাপুরের নামও লিখে ফেলেছেন।
তবে বিয়েতে যাতে করে একটি মাছিও না গলতে পারে তার জন্য কড়া ব্যবস্থা রাখা হয়েছিল। বিয়ের অন্দর থেকে শুরু করে বাইরে পর্যন্ত কড়া নিরাপত্তা রক্ষীরা মাধ্যমে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। জুটির ব্যক্তিগত রক্ষ্মীর সাথে সাথে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। তবে ভক্তদের জন্য,সন্ধ্যে ৭ টার পর জুটি সংবাদমাধ্যমে সামনে আসবেন বলে জানিয়েছেন। এখন সারা দেশ তাকিয়ে রয়েছে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে।
View this post on Instagram