গসিপ

ফের বলি পাড়ায় হেভিওয়েট বিয়ের গুঞ্জন! সূত্রের খবর বলছে আগামী ১৪ এপ্রিল রণবীর-আলিয়া সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন

বলিপাড়ায় একের পর এক যেনো বিয়ের ধুম লেগেছে। হেভিওয়েট সব বিয়ের গুঞ্জন নিয়ে মেতে রয়েছে বলিউডের অন্দরমহল। এখনও পর্যন্ত ভি ক্যাটের নতুন দাম্পত্য জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কোনো না কোনো খবর ভেসে আসে তার মধ্যেই আবার নতুন গুঞ্জন শুরু হয়েছে। সেই জুটি অবশ্য নিজেদের বিয়ে নিয়ে মুখে একেবারে কুলুপ এঁটেছেন কিন্তু শুভ খবর কি আর চাপা থাকে। এতক্ষনে নিশ্চয়ই বুঝে ফেলেছেন, বলিউডের চর্চিত জুটি রণবীর কাপুর – আলিয়া ভাটের বিয়ে বর্তমানে নতুন খবরে ভরে উঠেছে বলিউড এর অন্দর।

আরও পড়ুন: ‘ইন্ডাস্ট্রির ‘দিদি’র সঙ্গে সম্পর্ক ভাঙার পর লোকে ভুলেই গেলো অভিষেক চট্টোপাধ্যায়কে’! এবার মিঠু দা সম্পর্কে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

স্বপ্ন নগরীর এই দুই নায়ক নায়িকা আগামী ১৭ এপ্রিল নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আগামী ১৪ এপ্রিল থেকে বিয়ের অনুষ্ঠানের শুভারম্ভ হতে চলেছে এমন খবরও সামনে এসেছে ! খবর চাউর হতেই বেশ শোরগোল পড়েছে অনুরাগীদের মধ্যে। বিয়ে উপলক্ষে জানা গিয়েছে , চেম্বুরে অবস্থিত ঐতিহ্যবাহী আরকে বাংলো এবং তার সংলগ্ন বিরাট আকৃতির লেন সেজে উঠেছে ইতিমধ্যেই, যেখানে জুটির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমস্ত প্রকার নিয়ম নীতি মেনে ওই বাংলো তে পাঞ্জাবি রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত দের তালিকায় রয়েছেন, রণবীরের প্রিয় বন্ধু অয়ন মুখোপাধ্যায় এবং করণ জোহর। এছাড়াও ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের উপস্থিত থাকার কথা রয়েছে বিয়ের অনুষ্ঠানে।

অন্যদিকে অতিথিদের তালিকায় রয়েছেন, রণবীর সিংহ, দীপিকা পাডুকোন। এ তো গেলো খুশির খবর কিন্তু খুশির খবরের মাঝেও পারিবারিক ঝামেলার খবর কানে আসছে। এক ঘনিষ্ঠ সূত্র ধরে খবর পাওয়া গিয়েছে, কাপুর পরিবারের রীতি মেনেই বিয়ের অনুষ্ঠান আয়োজিত করা হবে, কিন্তু ঋষির দাদা রণধীর কপূর সেইসব কথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আর তাঁর এই উড়িয়ে দেওয়ার খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে পরিবারের অন্দরে কোন্দল নিয়ে।

আরও পড়ুন: ‘ভাই তুই বিজেপিটা ছেড়ে দে, তাহলে কাস্ট করতে সুবিধে হয়! শুনতে হয়েছে’, এমন বিস্ফোরক মন্তব্য কেনো করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ!

আর কে বাংলোয় রণবীর আলিয়ার বিয়ের প্রসঙ্গ একেবারেই তাঁর কাছে অজানা, এমনই বিস্ফোরক দাবি করেছেন রণধীর। পরিবারের এত নিকটতম মানুষ হয়েও তিনি এই খবর না জানাতে বেশ বোঝা গিয়েছে পরিবারের ভেতরে যে অশান্তি চলছে। পারিবারিক এই বিবাদের আভাস এর আগেও একবার পাওয়া গিয়েছিল, প্রয়াত দাদা ঋষি কাপুরের শেষ ছবি,’ শর্মাজি নমকিন ‘এর প্রচারে এসেছিলেন রণবীর কাপুর যেখানে তিনি জেঠু রণধীরের ডিমেনশিয়ার লক্ষ্মণ নিয়ে প্রকাশ্যে এনেছিলেন। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে রণধীর পরে দাবি করেন, এই সব বক্তব্য মিথ্যে , রণবীর যা তা বলে বেড়াচ্ছে।

Related Articles

Back to top button