করিনা,ঐশ্বর্যের সাথে পাল্লা দিতে এবার দ্বিতীয়বার মা হচ্ছেন রানী মুখার্জী? প্রকাশ্যে এলো রানীর সেই baby bump এর ছবি

মাতৃত্ব জিনিসটা খুব গৌরবের এবং আনন্দের তাইতো যখন কেউ মা হন তখন সেই খবরটা খুব দ্রুত যেন বাতাসে ছড়িয়ে পড়ে। যিনি মা হচ্ছেন তিনি সাধারণ কেউ না হয় যদি তারকা হন তাহলে তো কথাই আলাদা। তার শরীরের সামান্য পরিবর্তনও চোখ কাড়ে নেটিজেনদের। জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জী আবার মা হতে চলেছেন। এই নিয়ে দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন তিনি। রানী মুখার্জীর দ্বিতীয়বার প্রেগনেন্সির খবরে উচ্ছসিত হয়ে উঠেছেন তার ভক্তরা। জোর গুঞ্জন রটেছে যে,করিনা, ক্যাটরিনা, ঐশ্বর্যের পর এইবার দ্বিতীয়বার মা হওয়ার তালিকায় নাম উঠেছে রানী মুখার্জীর, না এই প্রসঙ্গে রানী কিছুই বলেন নি। আসলে একটি ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা।
মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গিয়েছিলেন রানী মুখার্জি, সেখানে যাওয়ার পথেই সাংবাদিকরা তার ছবি তোলে। ক্যামেরাবন্দি হন জনপ্রিয় বলি অভিনেত্রী। ছবি দেখা যায় সবুজ রঙের চুড়িদার পরেছেন তিনি আর গোলাপি রঙের ওড়না দিয়েছেন গায়ে। অভিনেত্রীর এই ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আর এই ছবিকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হচ্ছে যে দ্বিতীয়বারের জন্য মা হচ্ছেন রানী! তবে সত্যিই তিনি মা হচ্ছেন নাকি এই সম্পূর্ণটাই গুজব তা জানা যায় নি।
হতেও পারে যে,ছবি দেখে মানুষ বেবি বাম্প বলে ধারণা করছেন তা আসলে বেবি পাম্প নয়। হয়তো আগের তুলনায় রানীর ওজন বেড়ে গিয়েছে সেই কারণে তাকে মোটা লাগছে। যদিও গুঞ্জন নিয়ে এখন অবধি খোলসা করে কিছুই বলেননি রানী। শেষবারের মত mardaani 2 ছবিতে কাজ করেছেন রানী মুখার্জি, তারপর তাকে আর বড় পর্দায় দেখা যায় নি। তবে শোনা যায় যে নিখিল আদবানী প্রযোজিত মিসেস চ্যাটার্জী বনাম নরওয়েতেও আগামীতে কাজ করবেন রানী মুখার্জি।