গসিপ

‘যাও, গিয়ে সাবান দিয়ে মুখ ধুয়ে এসো’! অভিনেত্রী রানী মুখার্জিকে এমনই নির্দেশ দিয়েছিলেন কমল হাসান! সামনে এল ‘হে রাম’ সিনেমার অজানা তথ্য

বলিউডের বড় পর্দায় মেকআপ ছাড়া দেখতে পাওয়া যায় না অভিনেতা অভিনেত্রীদের। তবে সেই তালিকায় ব্যতিক্রম হয়ে উঠেছিলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। প্রসঙ্গত প্রায় কুড়ি বছরেরও বেশি সময় আগে কমল হাসান পরিচালিত ‘হে রাম’ সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা দিয়েছিল তাকে। এবার সেই জনপ্রিয় সিনেমার ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য সামনে আনতে দেখা গেল বলিউডের এই জনপ্রিয় বাঙালি অভিনেত্রীকে।

প্রসঙ্গত অভিনেত্রী জানিয়েছেন হালকা মেকআপ করে প্রথম দিন শুটিংয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে দেখে পরিচালক জানিয়েছিলেন মুখ ধুয়ে আসতে হবে। অভিনেত্রী মুখে অল্প জল লাগিয়ে ফিরে আসতেই কমল হাসান তাকে সাবান দিয়ে মুখ থেকে আসার নির্দেশ দিয়েছিলেন। এবং মেকআপ ছাড়া রানী মুখার্জিকে দেখে তিনি জানিয়েছিলেন এবার সিনেমার মুখ্য চরিত্র হয়ে উঠতে সক্ষম হবেন তিনি।

পাশাপাশি এই সিনেমার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন এমনটাই জানিয়েছেন অভিনেত্রী রানী মুখার্জি। প্রসঙ্গত, সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করে অসাধারণ প্রশংসা লাভ করতে সক্ষম হয়েছিলেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী। তাই এই সিনেমাটি তার জীবনে দৃষ্টিভঙ্গি বদলে দিতে সক্ষম হয়েছে এমনটাই জানিয়েছেন রানী মুখার্জি।

Related Articles

Back to top button