গসিপ

ভারতীয় নোটে গান্ধীজীর পাশে রবি ঠাকুর আর কালামের ছবি থাকবে এইবার থেকে! প্রস্তাব পেশ করল আর বি আই

যে কোন দেশের মুদ্রা সেই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুদ্রার মধ্যে এমন কিছু জলছবি থাকে যা সেই দেশের গর্ব কে সকলের সামনে তুলে ধরে। এই কারণেই এক একটি দেশের মধ্যে একটি দেশের থেকে আলাদা হয়। ভারতীয় মুদ্রায় যে মানুষটির ছবি দেখা যায় তিনি জাতির জনক মহাত্মা গান্ধী। সম্প্রতি শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারতীয় মুদ্রায় আরো দুজন মহান ব্যক্তিত্বের ছবি দেখা যাবে। সেই দুইজন ব্যক্তিত্ব বিশ্বের দরবারে ভারতকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে, ভারতের সেই দুই গর্ব কেও এইবার ভারতীয় মুদ্রায় জলছবির আকারে ধরে রাখার চেষ্টা চলছে। একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন মিসাইলম্যান তথা দেশের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। অর্থমন্ত্রক ও ভারতীয় রিজার্ভ ব্যাংক এখন এই বিষয়টি নিয়েই বিবেচনা করছে।

আরও পড়ুন: দেশ রক্ষায় ব্যস্ত জামাইকে ভিডিও কলে জামাইষষ্ঠী পালন করলেন শাশুড়ি মা!‘এই জওয়ানদের জন্যই আজ আমরা নিশ্চিন্ত’ কমেন্টে লিখলেন নেটিজেন

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে অর্থমন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে একটি নতুন সিরিজের ব্যাংকনোটে রবি ঠাকুর এবং আব্দুল কালামের ছবি ছাপানোর কথা বিবেচনা করা হচ্ছে। সেই প্রতিবেদনে আরও লেখা আছে যে, আর বি আই এবং সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এস পি এম সি আই এল সম্প্রতি মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর ও আবদুল কালামের ওয়াটারমার্ক এর দুটি করে পৃথক নমুনা তৈরি করেছে। আইআইটি দিল্লীর এমিরিটাস অধ্যাপক দিলীপ টি শাহানিকে সেই দুই সেট নমুনা পাঠানো হয়েছে। এর মধ্য থেকে একটি সেট বাছাই করে তিনি সরকারের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠাবেন।

অধ্যাপক শাহানি হলেন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্সট্রুমেন্টেশন বিশেষজ্ঞ। এই বছরই কেন্দ্র সরকারের তরফ থেকে পদ্মশ্রী উপাধি পেয়েছেন তিনি। তিনি বাছাই করবেন কোন সেটটি ঠিকঠাক হবে। এরপর ভারতীয় মুদ্রায় কোন ছবি দেখা যাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্র সরকারের শীর্ষস্তরের মানুষজন।

আরও পড়ুন: ‘আমার তো দেখেই গা চুলকাচ্ছে কি করে পরে আছে কে জানে!’ বস্তার পোশাকে উর্ফি জাভেদকে দেখে কমেন্ট করলেন একজন অনুরাগী

এই প্রচেষ্টা যদি আজ থেকে নয় বহুবছর আগে থেকেই চলছে, বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী ২০১৭ সালেই ভারতীয় নোটে গান্ধীজীর পাশাপাশি রবি ঠাকুর এবং আব্দুল কালাম এর জলছবি দেওয়ার বিষয়ে প্রথম সুপারিশ করা হয়। নতুন সিরিজের ব্যাংকনোট গুলিতে কীভাবে অতিরিক্ত সুরক্ষা প্রদান করা যাবে সেই বিষয়ে সুপারিশ করার জন্য আর বি আই এর গভর্নর ইন কমিটি তৈরি করা হয়েছিল তারাই ২০২০ সালে তাদের প্রতিবেদন জমা দেয়, সেখানে জাতির জনকের পাশাপাশি আরো দুজন বিশিষ্ট ব্যক্তির ছবি যোগ করার প্রস্তাব দেওয়া হয়।

Related Articles

Back to top button