গসিপ

ইরানি নৃত্যশিল্পীর প্রেমে পরে রেখাকে বেশ কয়েকবার সপাটে চড় মারেন অমিতাভ

রুপোলি পর্দার এমন কিছু কিছু জুটি থাকে যাদেরকে সিনেমায় একসাথে দেখতে দেখতে তারা জুটি হিট হয়ে যায়। হিট জুটি হয়ে যাওয়ার পরে মানুষ চান, তারা যেন সব সময় রুপোলি পর্দায় একসাথে জুটি বেঁধে কাজ করেন, কিন্তু অনেক ক্ষেত্রেই জুটি ভেঙে যায় আর সেইসাথে মন‌ও ভেঙে যায় দর্শকের। যেমনটা হয়েছিল অমিতাভ-রেখার ক্ষেত্রে।

আরও পড়ুন: নারীর যৌনতার অধিকার থেকে লিঙ্গবৈষম্য সমস্ত বিষয়কেই তুলে ধরবে সুজয় প্রসাদের নির্বাক ছবি ‘হোম’

বলিউডেরর জনপ্রিয় হিট জুটি অমিতাভ-রেখা ১৯৭৬ সালের ‘দো আনজানে’ ছবি দিয়ে তাদের রসায়নের শুরু হয়েছে আর ১৯৮২ র ‘সিলসিলা’ ছবি দিয়ে এই রসায়নের সমাপ্তি ঘটেছিল। গুঞ্জন উঠেছিলো যে, রুপোলি পর্দার জগতকে ছাড়িয়ে অমিতাভ রেখার প্রেম বাস্তবের দোরগোড়াতেও কড়া নেড়েছিল। তবে ‘সিলসিলা’ ছবির পর এই জুটিকে আর একসাথে দেখা যায়নি। কেন এই হিট জুটির বিচ্ছেদ ঘটে ছিল? কেন আর একসাথে জুটি বেঁধে রুপোলি পর্দায় কাজ করেননি তারা? কী কারন ছিলো এর পিছনে?

অমিতাভ এই বিষয় নিয়ে চিরকাল নীরব থাকলেও রেখা মুখ খুলে ছিলেন। ইয়াসের উসমানের লেখা, ‘রেখাঃদি আনটোল্ড স্টোরি’ গ্রন্থে লেখা রয়েছে যে, রেখা বলেছেন, হঠাৎ একদিন অমিতাভের কাছ থেকে বার্তা আসে, আর নয়। আর কোনো ছবিতেই তিনি ও রেখা কাজ করবেন না।

আরও পড়ুন: “আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। আমি উলটে ওকে কামড়ে দিয়েছিলাম”- রুক্মিণীর এমন স্বীকারোক্তি শুনে তাজ্জব নেটপাড়া!

কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ? প্রশ্ন করেছিলেন রেখা! অমিতাভের উত্তর ছিল ‘না’। এছাড়া তিনি আর শব্দ খরচ করেন নি এই বিষয়ে। রেখা নিজেই বলেছিলেন অমিতাভ-রেখার প্রেমের মাঝখানে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। লাওয়ারিশ ছবির শুটিংয়ের সময় অমিতাভ একজন ইরানি নৃত্য শিল্পীর প্রেমে পড়ে যান ততদিনে তিনি জয়াকে বিয়ে করেছেন এবং রেখার সাথে ও তার প্রেম চলছে এর মধ্যে আবার প্রেম। এই খবর যখন সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ে তখন রেখার কানেও তা আসে। রেখা রেগে গিয়ে সরাসরি অমিতাভের কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন করতে গেলে উভয়ের মধ্যে কিছুক্ষণ ঝগড়া চলে, অনেকক্ষণ ধরে ঝগড়া চলার পর থাকতে না পেরে রেগে গিয়ে অমিতাভ-রেখাকে চড় মারেন সপাটে, তাও আবার একবার নয় বেশ কয়েকবার রেখাকে চড় মেরেছিলেন তিনি, এক নৃত্য শিল্পীর জন্য।

বিষয়টা মানতে পারেননি বলিউডের এভার বিউটি, সেই ঘটনার পর স্তব্ধ হয়ে গিয়েছিলেন রেখা। সিদ্ধান্ত নিয়েছিলেন কোন ছবিতে অমিতাভের সাথে আর কাজ করবেন না তিনি। পরবর্তীকালে অবশ্য যশ চোপড়ার অনুরোধে সিলসিলা ছবিতে কাজ করতে রাজি হন, কিন্তু চড়ের কথা ভুলতে পারেন নি কখনোই।

Related Articles

Back to top button