“তুমি-ই আমার শান্তি”, মনের মানুষের সাথে ছবি দিয়ে দর্শকদের সাথে পরিচয় পর্ব সেরে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

টলি পাড়ার সুন্দরী নায়িকা ঋতাভরী চক্রবর্তীর বিয়ের ফুল ফুটলো বলে! তবে টলিপাড়ার অন্দরে কান পাতলে গুঞ্জন টা বেশ এক বছর যাবত শোনা যাচ্ছিল বটে কিন্তু তেমনভাবে কিছুই খোলসা করেননি অভিনেত্রী নিজের থেকে। তবে এবার আর কিছু লুকিয়ে চুরিয়ে নয় একেবারে খুল্লাম খুল্লা রোমান্টিক ছবি প্রেমিকের সাথে পোস্ট করেছেন বাংলা অভিনেত্রী ঋতাভরী। এক সাক্ষাৎকারে একবার মুখ খুলেছিলেন যে মনের মানুষের দেখা পেয়েছেন তিনি কিন্তু সেভাবে প্রকাশ্যে আনতে চাননি বিষয়টি। ঋতাভরী অনুরাগীরা বেশ কৌতুহলী হয়ে অপেক্ষা করছিলেন তাদের প্রিয় অভিনেত্রীর মনের মানুষটিকে দেখার জন্য।
এবার সবার কৌতূহলের নিরসন ঘটিয়ে মনের মানুষের সাথে পরিচয় করালেন অভিনেত্রী। খবর সূত্রে জানা গিয়েছে, টলি সুন্দরী ইতিমধ্যেই বেশ বড়সড় আকারের একটি হীরের আংটি পর্যন্ত বাগদান পর্বের জন্য বায়না করে রেখেছেন। এমনকি এই বছরে বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর মনের মানুষ পেশায় একজন মনোবিদ। তাঁর নাম, তথাগত চট্টোপাধ্যায়। ব্যবসায়িক পরিবার থেকে উঠে এসেছে তথাগত। সমাজসেবার সূত্র ধরেই ঋতাভরীর সাথে ঘনিষ্ঠতা বেড়েছিল তথাগতের।
নায়িকা অসুস্থ থাকার প্রতিটা মুহূর্তে একেবারে যত্নবানের মতো সাথে থেকে খেয়াল রেখেছেন তিনি। একথা নিজে স্বীকার করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে তথাগতর সাথে রোমান্টিক ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, “মনের মানুষের সঙ্গে ঘরে ফেরা বিশ্বের সেরা অনুভূতি। তুমি-ই আমার শান্তি। ” অভিনেত্রীর সাথে তথাগতর ক্লিনিকের উদ্বোধনে র অনুষ্ঠান থেকেই পরিচয় তারপর ক্রমেই বন্ধুত্ব আরও গাঢ় হয়।
বসন্তের আবহে প্রেমের দোলায় ভেসে অনুরাগীদের সামনে একেবারে প্রেমিক সমেত ছবি দিয়ে সমস্ত কিছু ফাঁস করে দিলেন অভিনেত্রী। এবার শুধু অপেক্ষা বিয়ের পিঁড়িতে কবে বসবেন অভিনেত্রী। সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। প্রসঙ্গত বলা যায়, অভিনেত্রী গত বছর খুব শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে অতিক্রম করেছেন। অভিনেত্রীর শরীরে অস্ত্রপ্রচার হয়েছিল যার দরুন দীর্ঘদিন তিনি অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু একটু স্বাভাবিক হতেই ফের অভিনয় প্রবেশ করেছেন। তবে আগের তুলনায় শারীরিক আকৃতির পরিবর্তনের কারণে বহু কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। যদিও সেসব পাত্তা না দিয়ে অভিনেত্রী নিজের জীবনে নব আগত প্রেম সাথে কাজ নিয়ে এগিয়ে গিয়েছেন।