গসিপ

“ছবিতে ঋতুপর্ণা থাকাকালীন সাফল্য পেলেই পরবর্তী ছবির জন্য প্রযোজকরা রীতিমত লাইন লাগিয়ে দিতেন”- নিজের ওপর আসা সমস্ত বিতর্কিত মন্তব্যের ওপর সাফাই দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলা সিনেমা জগতের অন্দরে যেনো এক ঠান্ডা লড়াই শুরু হয়েছে! স্বজনপোষণ এর তকমা অনেক আগে থেকে টলিউডের দুই অভিনেতা অভিনেত্রী যাঁরা , দাদা – দিদি নামে পরিচিত বাংলা সিনেমার জগতে। টলিউড তারকা অভিষেক চট্টোপাধ্যায় এর প্রয়াণের পর সেই স্বজনপোষণ বিতর্ক যেনো ফের মাথাচাড়া দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জগতে। অভিষেক চট্টোপাধ্যায় একসময়ের বাংলা সিনেমার জগতে প্রথম সারির অভিনেতা থাকলেও তাঁকে বাদ পড়তে হয়েছিল ১২ টি স্বাক্ষর করা ছবি থেকে যে সময় অভিনেতা একেবারে হতাশ হয়ে গিয়ে ঘণ্টার পর ঘন্টা ঠাকুর ঘরে বসে থাকতেন। এইসব মন্তব্য অভিনেতা নিজেও একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে করেছিলেন সেইসঙ্গে অভিনেতা চলে যাওয়ার পর স্ত্রী সংযুক্তা এই নিয়ে মুখ খুলেছিলেন।

আরও পড়ুন: একসঙ্গে ৩৫ টি ছবি সাইন করেও চোখেমুখে ছিলনা কোনো অহংকারের ছাপ! বিশ্বাস রেখেছিলেন নিজের অদৃষ্টের ওপর

অভিনেতার এই প্রতারণার সম্পর্কে এবং বাংলা সিনেমার জগতে স্বজনপোষণের সম্পর্কে শ্রীলেখা মিত্র কিছুদিন আগে একেবারে প্রকাশ্যে একটি পোষ্ট করে মুখ খুলেছিলেন। যেখানে তিনি সরাসরি নাম না করেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের ওপরে এই তকমা লাগিয়েছিলেন। কিন্তু একের পর এক বিস্ফোরক মন্তব্য উঠলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ঋতুপর্ণা সেনগুপ্ত কেউই এই ব্যাপারে সম্প্রতি কোনো মুখ খোলেননি।

স্বজনপোষণ বিষয়ে অনেকদিন আগে একবার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ খুলেছিলেন। তাঁর মতে, এই কটাক্ষ নিয়ে তিনি বিশেষ কিছুই মন্তব্য করতে চাননা। আর নিজের জায়গা সম্পর্কে বলতে গিয়ে , তিনি বলেছেন পরিবারের কেউ বাংলা ছবির জগতে কাজ না করে থাকলেও তিনি নিজে পরিশ্রমের দ্বারা নিজের এমন শক্তপোক্ত জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। একসাথে এতগুলো ছবিতে অভিনয়ের প্রসঙ্গে তিনি দাবি করেছেন, একটি ছবিতে সাফল্যের পরেই পরিচালকের লাইন পড়ে যেত তাঁকে অভিনেত্রী করার জন্য। একটা ছবিতে তাঁর সাফল্যই পরবর্তী ছবিতে কাজ করার রাস্তা চওড়া করেছে।

আরও পড়ুন: “বাবা আজ আমার প্রথম দিনের স্কুল, তোমার উপস্থিতি ও আশীর্বাদ প্রয়োজন আমার”- এবার স্কুলে যাওয়ার প্রথম দিনে বাবা অভিষেককে নিয়ে আবেগঘন পোস্ট মেয়ে ডলের

অবশ্য তিনি নিজেকে স্বজনপোষণ এর শিকার বলে দাবি করেছেন। তবে তিনি সেটাকে নিজেকে টিকে থাকার লড়াই হিসেবেই দেখেছেন। যেভাবে প্রতিযোগিতায় হার জিত থাকে সেভাবেই তিনিও এগিয়ে গিয়েছেন। নিজেকে যোগ্য হিসেবে একাধিকবার প্রমাণ করে বাংলা ছাড়াও হিন্দি জগতেও কাজ করেছেন। যদিও সেখানে খুব একটা সফলতা আসেনি সেকথাও নিজে নিজেই স্বীকার করে নিয়েছেন।

বলিউড জগতের ক্ষেত্রে নিজেকে খুব একটা মানিয়ে না নেওয়ার কারণে সেইসঙ্গে সাংসারিক চাপকে দায়ী করেছেন তিনি এই ক্ষেত্রে। শ্বেত পাথরের থালা নামক ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশের পর একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন তিনি। নিজের অভিনয়ের গুণে দৃষ্টিকোণ, বেলাশেষে, প্রাক্তন এই ছবিতে অভিনয় মন কেড়েছে দর্শকদের। সৌমিত্র চট্টোপাধ্যায় এর অভিনয়ে বেলাশুরু’তেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন।

Related Articles

Back to top button