প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুর পর বহু রটনা, অবশেষে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মুখ খুলে সবকিছুর জবাব দিলেন!

স্বজনপোষণ নামের শব্দটি অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর প্রয়াণের পর থেকে অনেক বেশি করে মাথাচাড়া দিয়ে উঠেছিল। অভিনেতা হঠাৎই নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। তারপরেই একাধিক প্রসঙ্গ উঠে এসেছে অভিনেতার অভিনয় জীবন সংক্রান্ত এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও। তবে অভিনেতার মৃত্যুর পর স্ত্রী সংযুক্তা একাধিকবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলেছেন সরাসরি এবং নাম না করে টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীকে তোপ দেগে ছিলেন।
অভিনেতার প্রয়াণের পর বহু পুরনো সাক্ষাৎকারের ভিডিও গুলি যেনো আবার ঘোরাফেরা করছিল নেটদুনিয়ায়। যে সাক্ষাৎকারের অংশগুলোতে একাধিকবার দেখা গিয়েছে নাম না করে অভিনেতা ক্ষোভ উগরে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে। এমনকি টলিউডের প্রথম সারির দাদা দিদি বলে উল্লেখ করে তিনি সরাসরি আঙুল তুলেছিলেন কিভাবে তাঁকে একসাথে ২২ টা ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। সেই নিয়ে আক্ষেপ কখনও ভুলতে পারেননি অভিনেতা। একসাথে এত গুলো ছবি থেকে বাদ পড়ার পড়ে অভিনেতার মানসিক অবস্থা খুব বেশি ভেঙে পড়েছিল।
অভিনেতার পারলৌকিক ক্রিয়ার দিনে অভিনেতার স্ত্রী সংযুক্তা সংবাদমাধ্যমের সামনেও নাম না করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের নামে ক্ষোভ প্রকাশ করেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন, একবার অভিনেতার প্রয়াণের পর দুঃখ পর্যন্ত প্রকাশ করেননি ঐসব অভিনেতা অভিনেত্রীরা। তারপরেই গুজব রটেছিল অভিষেক চট্টোপাধ্যায় এর প্রয়াণের পর তাঁর স্ত্রী , কন্যা আর্থিক দুরাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যে কারণে আবার টলিউডের ওই দাদা দিদিরা নাকি আর্থিক সাহায্য করেছেন। এই গুজবে অত্যন্ত রেগে গিয়েছিলেন সংযুক্তা। যাইহোক অভিনেতার মৃত্যুর পর বহু বিতর্ক হয়েছে তবে এতদিন সেই বিতর্কের মধ্যমণি ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু একেবারেই মুখ খোলেননি। কিন্তু এবার তিনি সমস্ত বিতর্ক নিয়ে মুখ খুলেছেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, অভিষেকের মৃত্যুর পর নানা বিতর্ক রটেছে যেখানে তাঁর নাম করে কোনো খোঁজ না নেওয়ার অভিযোগ উঠেছে কিন্তু অভিনেত্রী জানিয়েছেন, এইকথা একেবারে সত্যি নয়। তিনি নিজে প্রয়াত অভিনেতার স্ত্রীর সাথে কথা বলে সমবেদনা জানিয়েছেন যেখানে স্ত্রী সংযুক্তা আবার একথাও বলেছেন, যে অভিনেতা ওইদিন শুটিং করতে যেতে চাননি। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত চেয়েছেন অভিনেতা যেনো একইভাবে পরের জন্মে আবার খ্যাতি নিয়েই ফিরে আসতে পারে।
অভিনেত্রী স্বীকার করে নিয়েছেন, একটা সময়ে তিনি অভিনেতার সাথে প্রচুর হিট ছবিতে কাজ করেছিলেন। এছাড়াও তাঁর জীবনের বহু শ্রেষ্ঠ ছবি অভিনেতার সাথেই জুটি বেঁধে করা। ‘শাঁখা সিঁদুরের দিব্যি’, প্রভাত রায়ের ‘লাঠি’, ‘জয়ী’ ছবিতে একসাথে কাজ করেছিলেন এই জুটি।