গসিপ

বাবার জন্মদিনে ফ্যামিলি পার্টি থেকে ভাইরাল রিয়া-রাইমা, রিয়া একেবারে পরীর দেশ থেকে আসা কোন পরী আর রাইমা যেন দিদা সুচিত্রার ছায়া! কার চোখে মাদকতা বেশি?

সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের জগতের মহানায়িকা। তাঁর সম্পর্কে বলতে গেলে সমগ্র প্রতিবেদনের শব্দ হয়তো কম পড়ে যাবে। তাই আসা যাক তাঁর একমাত্র মেয়ে মুনমুন সেন এবং দুই নাতনী রিয়া সেন ও রাইমা সেনের প্রসঙ্গে। শুরুতেই যদি মুনমুন সেনের কথা বলা হয় তাহলে বলা যায় বাংলা চলচ্চিত্র জগতের মহানায়িকার থেকেও সুন্দরী হিসেবে ধরা হতো তাঁর মেয়ে মুনমুন সেন কে।

তবে বাংলা সিনেমা জগত থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন অভিনেত্রী। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভরত দেব বর্মার সাথে। এরপরেই তাঁর দুই কন্যা সন্তান রিয়া এবং রাইমা। এই দুই বোনেরই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Raima Sen (@raimasen)

সম্প্রতি মুনমুন সেনের স্বামী তথা রিয়া এবং রাইমার বাবা ভরত দেব বর্মার জন্মদিন ছিল। তাঁর প্রেক্ষিতেই মুনমুন সেন আয়োজন করেন বিশাল এক পার্টির। কলকাতাতে সাক্ষাৎ হয় সম্পূর্ণ পরিবারের। কলকাতায় সম্পূর্ণ পরিবারের সাথে পালিত হয় এই জন্মদিনের উৎসব।

এই দিন ট্রিঙ্কাসে হট ড্রেসে দেখা গেল রাইমা ও রিয়াকে। ছোট মেয়ে রাইমা যেন একেবারে দিদা সুচিত্রার ছায়া। অন্যদিকে রিয়া যেন একদম পরীর দেশ থেকে আসা কোন সুন্দরী পরী। দেখে মনে হতে বাধ্য যে কার চোখে মাদকতা বেশি? রিয়া না রাইমা? দুই বোনের চোখ থেকে যেন চোখ সরানো অসম্ভব।

বাবার জন্মদিনে গোটা পরিবারের সাথে ডিনার ডেটে উপস্থিত ছিলেন রিয়া এবং রাইমা। প্রসঙ্গত রিয়া বেশিরভাগ সময় মুম্বাইতে থাকেন। বাবার জন্মদিনের বিশেষ দিনে কলকাতাতে আসেন তিনিও। নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাবার সাথে ছবিও পোস্ট করেছেন রিয়া।

Related Articles

Back to top button