“RRR” ছবি বক্স অফিসে একেবারে সুপারহিট! খুশি হয়ে ছবির টেকনিশিয়ানদের ১৮ লাখ টাকার সোনার কয়েক উপহার রামচরনের!

দক্ষিণী সিনেমা “আর আর আর” বক্স অফিসে চুটিয়ে বাজার করে নিয়েছে। একেবারে সুপার ডুপার হিট সিনেমা। দর্শকদের মুখে প্রশংসার ফুলঝুরী। সমকালীন সমস্ত রিলিজ হওয়া সিনেমা কে ছাপিয়ে বিপুল পরিমাণে লক্ষ্মীলাভ হয়েছে ছবির দৌলতে। ছবির অ্যাকশন থেকে শুরু করে ভিএফএক্স কামাল করে দিয়ে বিপুল পরিমাণে দর্শক টেনেছে হলের দিকে।
রাম চরণ, জুনিয়ার এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণের অভিনয় সেইসঙ্গে মন জয় করে নিয়েছে। তার সাথে সাথে রয়েছে কাহিনী পটের নতুনত্ব, চিত্রনাট্যের পর্দা থেকে যেনো চোখ সরানো যাচ্ছেনা। এক কথায় বলতে গেলে সব ছবিকে পেছনে রেখে একাই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে এই সিনেমা।
তবে ছবি তৈরি তো কেবলমাত্র অভিনেতা অভিনেত্রী দের হলেই চলে না সাথে থাকে একটি বিশাল ক্রিউ টিম। সেই টিমের সদস্যরা নিজেদের একশো শতাংশ দিয়ে কাজ করতে না পারলে কাজ কখনও সফলতা লাভ করতে পারেনা। আর সেখানে এই সিনেমার টিমকে একশোয় একশো দেওয়ার মত একেবারে। তাদের করা অক্লান্ত পরিশ্রমের ছাপ ছবির ভাঁজে ভাঁজে ধরা পড়েছে পর্দায়। প্রথম সারির একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, অভিনেতা রামচরণ ছবি সুপারহিট হওয়ার পরেই তিনি টেকনিশিয়ান টিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওই টিমে মোট সদস্য সংখ্যা ছিল ৩৫ জন।
View this post on Instagram
টিমের মোট ৩৫ জন সদস্যকে আমন্ত্রণ জানিয়ে অভিনেতা নিজে তাঁদের সাথে দুপুরের জমিয়ে খাওয়া দাওয়া করেছিলেন। তবে যাঁদের পরিশ্রমে সিনেমা এতটা সাফল্য লাভ করলো তাদের ডেকে মিষ্টির বাক্সের সাথে তিনি সোনার কয়েক উপহার হিসেবে দিয়েছিলেন। যে সোনার কয়েনের দাম জানা গিয়েছে প্রায় ১৮ লাখ টাকা। রামচরণ ওইদিন নির্দেশনা সহকারী, সিনেমাটোগ্রাফি দলের সদস্য, স্টিল ফটোগ্রাফারদেরও আমন্ত্রণ জানিয়ে তাঁদের কাজের যোগ্য উপহার হিসেবে সোনার কয়েন দিয়েছিলেন।