“আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। আমি উলটে ওকে কামড়ে দিয়েছিলাম”- রুক্মিণীর এমন স্বীকারোক্তি শুনে তাজ্জব নেটপাড়া!

কুকুর কামড়ালে তাকে ঘুরে কামড়ানোর কথা কখনও আজ পর্যন্ত শুনেছেন নাকি? তবে একথা সত্যি । আমি বলছি না , খোদ যিনি এই কাজ করেছেন জীবনেই তিনিই নিজে মুখে স্বীকার করে নিয়েছেন সর্বসমক্ষে। তবে এই ঘটনায় যে কতটা তাজ্জব হয়েছেন সবাই সেকথা আর বলার অপেক্ষা রাখেনা। এই কাজ করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, তিনি নাকি কুকুরকে কামড়েছিলেন! সম্প্রতি মুক্তি পাওয়া ছবি কিশমিশ এর মাঝেই অভিনেত্রীর এই পুরনো স্বীকারোক্তি ঘোরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওটি অনেক পুরনো। ২০১৭ সালে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসার নামের একটি টেলিভিশন শো হতো।যেখানে বহু সেলিব্রিটিরা হাজির হতেন, আড্ডা মজার গল্প নিয়ে। নিজেদের জীবনের বহু ঘটনা, এমনকি অনেক অজানা কথাও প্রকাশ করতেন।
আরও পড়ুন: এক চিরন্তন প্রেমের গল্প ‘বেলাশুরু’, শেখাবে নতুন করে এক ভালোবাসার অধ্যায়!
চ্যাম্প ছবি রিলিজ হওয়ার আগে শোতে একসাথে হাজির হয়েছিলেন রুক্মিণী এবং দেব। অভিনেত্রী সেইসময় ফাঁস করেছিলেন জীবনে ঘটে যাওয়া এমন এক অদ্ভুত ঘটনার কথা। সারমেয়র প্রসঙ্গ কোনো কারণে উঠলেই , অভিনেত্রী বলে ওঠেন, আমাকে একটা কুকুর কামড়াতে এসেছিল। আমি উলটে ওকে কামড়ে দিয়েছিলাম।” সাথে সাথে দেব বলে ওঠেন, “আর কুকুরটা মারা গিয়েছিল!”শাশ্বত চট্টোপাধ্যায় এই অবাক ঘটনার কথা জানতে পেরে আসল ঘটনার বিবরণ দিতে বলতে,অভিনেত্রী ব্যাখ্যা করেছিলেন, “আমি বাবা-মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। যে আঙ্কলের বাড়িতে গিয়েছিলাম তাঁর একটা অ্যালসশিয়ান আর পাহাড়ি কুকুরের মিক্সড ব্রিড ছিল। নাম ছিল বক্সি। এই সোফার মতোই বড় ছিল ও। মা-বাবারা একটা ঘরে ছিল। আমরা ছোটরা অন্য রুমে ছিলাম।”
রুক্মিণী কে দেখলেও সেই কুকুর চিৎকার করে উঠতো, যে কারণে ওই কুকুরকে বাড়িতে অন্য ঘরে বেঁধে রাখা হতো। তারপর মাত্র সাড়ে চার বছর বয়স ছিল অভিনেত্রীর , মায়ের সাথে দেখা করার জন্য অন্য ঘরে যাচ্ছিলেন তখনই কুকুরটিঘেউ ঘেউ করতে করতে গলার বকলস ছিঁড়ে ফেলে এসে দাঁড়িয়ে পরেছিল। তারপরেই অভিনেত্রী যদিও জানতেন সে সেই কুকুর কি করতে এসেছিল কিন্তু রুক্মিণী আর কোনো রিস্ক না নিয়েই কামড় বসিয়েছিল কুকুরের গায়ে।
আরও পড়ুন: শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র নতুন সিজন আসন্ন! সোনি টিভির তরফে প্রোমো শেয়ার করা হয়েছে
যদিও তার জন্য পরে, মায়ের কাছে খুব বকুনি খেতে হয়েছিল। সাথে সাথে আবার ১৪ টা ইনজেকশন নিতে হয়েছিল। পরে সেই আঙ্কল কে খবর নিয়ে জেনেছিলেন, কুকুরটা মারা গিয়েছে, সেইসাথে অভিনেত্রীকে সাবধানে রাখার পরামর্শ দিয়েছিলেন। এই কথা শুনে থ হয়ে শাশ্বত , দেবকে ভবিষ্যতে সাবধানে থাকার উপদেশ দিয়েছিলেন।