গসিপ

“যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাড়তি রসায়ন তৈরি হতে বাধ্য।’’এবার কি তবে রোহনকে ছেড়ে শনের সাথে প্রেমে মজেছে সৃজলা!

ফের সম্পর্কের টানাপোড়েন টলিপাড়ায়। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন টা আজকাল আকছার শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। এবার কি তবে ফের সেই তৃতীয় ব্যক্তির আগমনেই ভাঙন ধরলো টেলি জগতের দুই অভিনেতা অভিনেত্রী, রোহন ও সৃজলার মধ্যে? সৃজলার জীবনে কি তবে ম্লান হয়ে গেলো রোহনের স্মৃতি! ‘মন ফাগুন’- নামক ধারাবাহিকে একসাথে ঘনিষ্ঠ মুহূর্তে অভিনয় করার সুবাদে কি দুজনের মধ্যেও সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে এমনটাই খবর উঠে আসছে সৃজলা ও শনের সম্পর্কে। শনের সাথে বেশ সম্পর্ক আগের থেকে অন্যরকম হয়েছে বলেই সূত্র বলছে। আবার অন্যদিকে রোহণ ব্যস্ত হয়ে পড়েছেন শরীরচর্চায়। অনুরাগীদের সাথে সেইসব ছবিও আবার শেয়ার করে নিচ্ছেন।খুব তাড়াতাড়ি তাঁকে দেখা যাবে একেবারে নতুন অবতারে।

আরও পড়ুন: ক্যামেরায় ছবি তুলতে গিয়ে ছেলে তৈমুরের চোখে কি পড়লো সেদিকে নজরই নেই করিনা-সইফের! ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমালোচিত হলেন এই জুটি

তবে এখনও টলিপাড়ায় সোহিনী ও রনজয়ের বিচ্ছেদের খবর একেবারে টাটকা রয়েছে তার মাঝে ফের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে বেশ সরগরম টলিপাড়া। রোহনের ভক্তরা আবার দুঃখ প্রকাশ করে বলেছেন, “রোহনের অবস্থাও না সুবানের মতো হয়।” কৃষ্ণকলি’র নায়িকা ‘শ্যামা ওরফে তিয়াসা ও সুবানের বিচ্ছেদের কথা মনে করিয়ে দিয়েছেন। আবার স্টার জলসার মঞ্চে পুরস্কার বিতরণীঅনুষ্ঠানে সৃজলা ও শনের অন্যরকম রসায়নের ইঙ্গিত পেয়েছে দর্শকরা। দর্শকদের মতে আজকাল দুজনের সম্পর্কের যেনো বাড়তি রং যোগ হয়েছে।

তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের তরফ থেকে রোহণ এর সাথে যোগাযোগ করা হয়েছিল ঘটনার আসল সত্যটা যাচাই করার জন্য। জিম করার ফাঁকেই ফোন ধরেছেন তিনি। আগামী ওয়েব সিরিজের জন্যই তাঁর এই শরীর চর্চা। তবে এই গুঞ্জনের বিষয়ে বলেন তিনি অনেক আগেই শুনেছেন এসব কথা। ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-র নায়ক-নায়িকা আমি আর স্বস্তিকা দত্ত। তখনও প্রচণ্ড গুঞ্জন ছড়িয়েছিল। সেইসময় নাকি সৃজলা কিছু না বুঝেই প্রচুর ঝামেলা করেছিল তবে আজ ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি তিনি বাবাকে হারিয়ে শোক কাটিয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: জীবনে কাকে ভুলতে চান? প্রশ্নের উত্তরে কী বললেন কিয়ারা

এই সময়টা শুধু তিনি মায়ের পাশে রয়েছেন। এমনিতেও প্রেমিকাকে নিয়ে জানিয়েছেন, কাজের কারণে ব্যস্ত থাকে খুব বেশি। স্টার জলসার জুটির নাচ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘‘দেখেছি। অন্যদের মতো আমিও হাসতে হাসতে বলেছি সৃজলাকে, ব্যাপারটা কী? সে জানিয়েছে, যে কোনও অভিনেতার সঙ্গে মন দিয়ে কাজ করলেই এই বাড়তি রসায়ন তৈরি হতে বাধ্য।’’ তিন দিন ধরে শন রয়েছে শহরের বাইরে। গোয়ায় ২৬ এপ্রিল জন্মদিনের জন্য। তবে সবার মনে প্রশ্ন ছিল সৃজলা গিয়েছিল নাকি গোয়ায় কিন্তু অভিনেত্রী শহরেই ছিলেন।

Related Articles

Back to top button