গসিপ

‘বরটা বড়‌ই বোকা/কেন নড়লো মাথার পোকা?’বিভীষিকাময় রাত্রে বাধ্য হয়ে কলম ধরলেন রূপঙ্কর পত্নী চৈতালী!

কেকে কে নিয়ে মন্তব্য করবার জন্য রূপংকরের জীবন তোলপাড় হয়ে গেছে। তার বন্ধু-বান্ধব সকলেই তার বিপক্ষে চলে গিয়েছেন। তার স্বপক্ষে কথা বলেছেন একমাত্র দুজন একজন নচিকেতা আরেকজন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নচিকেতা বলেছেন অভিমান থেকে রূপঙ্কর একটা কথা বলেছে সেটা আপনারা বুঝতে পারছেন না? অন্যদিকে শ্রীলেখা বলেছিলেন, দয়া করে আপনারা ট্রোলিং বন্ধ করুন। এই ট্রোলিংয়ের ফলে একজনের মারাত্মক বিপদ হতে পারে তা কি আপনারা বুঝতে পারছেন না?- কিন্তু অভিনেত্রীর এই কাতর অনুরোধেও কাজ হয়নি।

আরও পড়ুন: কালো ছেলের ফর্সা বউ দেখে ভয়ঙ্কর ট্রোল করার পর‌ সেই ছেলের পরিচয় জেনে মাথায় হাত পরল সবার!

স্যান্ডি সাহা থেকে রোদ্দুর রায়, গায়িকা ইমন চক্রবর্তী থেকে সাংবাদিক মৌপিয়া নন্দী সকলেই সমালোচনা করেছেন রূপঙ্করের। সংবাদমাধ্যমের কাছে নিজের বিবৃতির জন্য ক্ষমা চেয়েও রেহাই পাননি গায়ক রূপঙ্কর। বন্ধ হয়নি তার বাড়িতে আসা হুমকিমূলক ফোন ও মেসেজ। এমন অবস্থায় কলম তুললেন রূপঙ্কর পত্নী চৈতালি। তিনি স্বীকার করে নিলেন তার স্বামী প্রচন্ড বোকা বলেই এমন ভুল করেছেন। কিন্তু এই ভুলের জন্য তার পরিবারের উপর ঝড় নেমে এসেছে, যে ঝড় কার্যত একা হাতে সামলাতে হচ্ছে তাকে।

রূপঙ্কর পত্নী চৈতালী লিখেছেন,“সোশ্যাল মিডিয়া তোমার দেওয়া অ্যাড্রনালিন রাশ/ ছোট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস। দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা/ জীবনের যত না পাওয়ার যন্ত্রনা আর কিছু বাহানা।/ তারপর একটা লম্বা ট্রীপ এমন নেশা কোনো/মাদকেই হয় না/ উত্তেজনা উত্তেজনা- উফফ দাদা/ জীবনে কী ভাবনা ভুলেছি সে ভাবনা।”

আরও পড়ুন: ‘এই মুহূর্তে আপনার মৃত্যুবরণ করা উচিত’! গান ভালো না লাগায় শ্রোতার মৃত্যু কামনা করেছেন রূপঙ্কর! ভাইরাল পুরোনো ভিডিও

মারমুখী জনতার আক্রোশ নেমে এসেছে তাদের জীবনে, বিভীষিকাময় রাত্রি যাপন করছেন তারা স্বামী-স্ত্রী। রূপংকরের কিশোরী কন্যা এফেক্টেড হচ্ছে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, মা হিসেবে চৈতালি অসহায় তিনি কিছুতেই বুঝাতে পারছেন না ছোট্ট মেয়েকে এই ক্ষত সাময়িক। নিজের জীবন যন্ত্রণার কথা বোঝাতে গিয়ে চৈতালী লিখেছেন, “ধড়ফড়িয়ে বুকটা পোড়ে, বরটা বড়ই বোকা/ দুনিয়াদারিতে নেহাৎ কাঁচা শিল্প যাপনে মগ্ন থাকা/ এমন কথা কি বলতে হয় তুমি কি সমাজের হোতা?/ কে দিয়েছে মাথার দিব্যি? কেন নড়ল মাথার পোকা?”

বোকামি করেছেন রূপঙ্কর, এই বোকামিই তাকে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবতে শিখিয়েছে। স্বীকার করছেন তার স্ত্রী। একইসাথে তিনি প্রশ্ন করেছেন মা বোন তো সকলের ঘরেই আছে তাহলে মানুষ কীভাবে তাদের উদ্দেশ্যে এরকম অশ্লীল মন্তব্য, ফোনে দিনরাত মৃত্যুর হুমকি দিতে পারেন! স্বামীর এরকম অবস্থায় শিল্পজগতের কেউই তার পাশে দাঁড়াননি, সেই ক্ষোভ উগরে দিয়েছেন চৈতালি লেখায়, “ভালোই হলো চিনতে পেল বন্ধু এবং বাসা/ সময় চেনায় কোনটা সত্যি আর কোনটা মরীচিকা।” একই সাথে চৈতালি জানিয়েছেন, তিনি স্ত্রী হয়ে এবং যশোদা মা হয়ে যুদ্ধ লড়ছেন, কোন কিছুই তাকে কাবু করতে পারবে না।

Related Articles

Back to top button