অভিনয় জগতে পা রাখতে চলেছেন শচীন কন্যা সারা! অতি শীঘ্রই দেখা যাবে বলিউডে

সারা তেন্ডুলকর বরাবরই নিজের ফ্যাশন ট্রেন্ডের দ্বারা চর্চায় থাকেন সংবাদের। তবে এবার যে খবর সামনে এসেছে সেই খবর শুনলে চমকে যাবেন আপনিও! সচিন তেন্ডুলকরের সারা তেন্ডুলকর এবার পা দিতে চলেছেন অভিনয়ের ক্ষেত্রে। এমন খবর প্রকাশ্যে এসেছে। তবে খবর কতোটা সত্য সেকথা দূরে সরিয়ে রেখে এই খবর চাউর হতেই ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা দেখা গিয়েছে। জানা গিয়েছে, বলিউড ছবির ক্ষেত্রে দেখা যাবে শচীন কন্যা সারাকে। বলিউড লাইফের পক্ষ থেকে এই খবর এসে পৌঁছেছে। এখন দর্শকরা কেবল দিন গুনতে শুরু করে দিয়েছেন কবে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: ‘সুপারস্টার সিঙ্গার’- এর মঞ্চে বাংলা বাউল গেয়ে শোনালেন নদীয়ার প্রাঞ্জল! বিচারকরা হয়ে গেলেন মুগ্ধ
বলিউড লাইফ ইতিমধ্যেই একটি সূত্র মারফত খবর পেয়ে সেই খবর উধৃত করে লিখেছেন, সারা হয়তো দ্রুতই বলিউডে ডেবিউ করতে চলেছে। ও অভিনয়ে অত্যন্ত আগ্রহী। ব্র্যান্ড এনডোর্স করার জন্য বেশ কিছু অভিনয়ের প্রশিক্ষণ ও পেয়েছে। সারা বরাবরই লো প্রোফাইল বজায় রাখে। হতে পারে সারা তাঁর অভিনয় গুণে চমকে দিতে পারে। অত্যন্ত প্রতিভাবান একটি মেয়ে। ও যে সিদ্ধান্তই নিক না কেন ওর মা-বাবার চূড়ান্ত সমর্থন থাকবে।” সারার বয়স বর্তমানে মাত্র ২৪ বছর আর তাতেই তিনি সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন এখনই।
ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে পড়াশোনা সম্পন্ন করেছেন সারা। বর্তমানে ইনস্টাগ্রামে প্রায় ১.৮ মিলিয়ন মানুষ ফলো করে থাকেন শচীন কন্যাকে। সেল্ফ-প্রোটেইট নামক একটি আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ডের সাথে সারা তার মডেলিং এর ক্ষেত্রে পথ চলা শুরু করেছিলেন। ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে এই ব্র্যান্ডের সমস্ত আধুনিক পোশাক পাওয়া যায়। সারা নিজেকে ফিট এবং ফাইন রাখতে নিয়মিত শরীর চর্চা করে থাকেন। গত বছর আবার শচীন কন্যার একটি জিমশুট পরা ছবি বিপুল পরিমাণে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত উল্লেখ্য করা যায়, বেশ কিছুদিন আগে তরুণ ক্রিকেটার শুভমন গিলের সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন শচীন কন্যা সারা এইকথা সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়। তবে উভয় পক্ষের তরফ থেকে কেউ কোনো মুখ খোলেননি এই বিষয়ে।
আরও পড়ুন: ছেলেকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত মা নেহা ধুপিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি
তবে এবার ক্রিকেটারের মেয়ে হয়ে বলিউড জগতে পদার্পণ নিয়ে সমান মাধ্যমে জোর শোরগোল পড়েছে। আবার কেউ কেউ তো অপেক্ষা করে বসে রয়েছেন কবে সারাকে বড়ো পর্দায় দেখতে পাবেন সেই অপেক্ষায়।