জনপ্রিয়তা পেতেই বেড়েছে অহংকার! ভিড়ের মাঝেই সকলের সামনেই নিজের এক ভক্তকে সপাটে চড় মেরে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা

এই যে বিনোদন জগতে তারকাদের এত নাম, যশ, খ্যাতি এত জনপ্রিয়তা সবই কিন্তু সম্ভব ভক্তদের জন্য। ভক্তদের ভালোবাসা এবং সাপোর্টের কারণেই তারকারা এতদূর পর্যন্ত আসতে পারেন। তাদের সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমের ভূমিকা অবশ্যই রয়েছে কিন্তু ভক্তরা না থাকলে তারা আজ এই জায়গায় এসে দাঁড়াতে পারত না। সুতরাং তারকাদের জনপ্রিয়তা পাওয়ার পেছনে ভক্তদের ভূমিকা অনেক বড়। কিন্তু অনেক সময় এই তারকারাই ভক্তদের সঙ্গে এমন দুর্ব্যবহার করেন যে খবরের শিরোনামে উঠে আসেন পরের দিন। সেরকমই ভক্তদের সঙ্গে দুর্ব্যবহার করার তালিকায় নাম লেখালেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সামান্থা। তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। সম্প্রতি পুষ্পা ছবিতে জনপ্রিয় গানের সঙ্গে নেচে ভাইরাল হয়েছিলেন তিনি। এর আগে অবশ্য বিভিন্ন ছবিতে দেখা গিয়েছিল তাকে। তবে এই অভিনেত্রী একবার তার এক ভক্তকে প্রকাশ্যে সপাটে চড় মেরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। আসলে অনেক সময় ভক্তরা নিজেদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীকে সামনে দিয়ে দেখতে পেলে কি করবেন তা বুঝে উঠতে পারে না। যার ফলে অনেক সময় উত্তেজনার বসে এমন কিছু ভুল কাজ করে ফেলেন আর ঠিক তখনই তারকারা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। এমনটাই হয়েছিল সামান্থা ক্ষেত্রে।
এরকমই সামান্থা তার এক ভক্তকে সকলের সামনে সপাটে চড় মারার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। অনেকেই তার এই অতিরিক্ত মেজাজকে নিয়ে কটাক্ষ করেছেন। কিন্তু সম্প্রতি এই ঘটনার পুরো বিশ্লেষণ করা হলো। একবার এক ভিড়ে ঠাসা শপিংমলে নিজের আগামী ছবির প্রমোশনের জন্য গিয়েছিলেন সামান্থা। সেখানেই দক্ষিণী অভিনেত্রীকে দেখার জন্য বহু ভক্তের সমাগম হয়েছিল। আর ঠিক তখনই সামান্থা র দেহরক্ষীর চোখের আড়ালে এক ভক্ত সামান্থা সামনে চলে আসে। শুধু তাই নয়, ওই ভক্ত সামান্থাকে ভুলভাবে স্পর্শ করার সাহস পর্যন্ত দেখায়। আর ঠিক তখনই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। আর সপাটে গালে চড় মারেন ওই ভক্তের। সেখানে উপস্থিত সকল মানুষেরই সেই বিষয়টি নজর কেড়েছিল কিন্তু সহ্যের সীমা অতিক্রম করে যাওয়ার কারণেই সামান্থা ওই ব্যক্তিকে চড় মারতে বাধ্য হয়।