গসিপ

আলিয়া – রণবীরের বিয়ে সম্পর্কে সঞ্জু বাবা দিলেন বিশেষ উপদেশ, বিয়ের পর তাড়াতাড়ি বাচ্চা নিতে বললেন রণবীরকে!

সারা নেটদুনিয়া অপেক্ষায় রয়েছে এখন আসন্ন হেভিওয়েট বিয়ের আসর নিয়ে। বলিউডের দীর্ঘ দিনের চর্চিত জুটি রণবীর- আলিয়া অর্থাৎ রণলীয়া এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। শোনা গিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে তারকা জুটি সাত পাঁকে ঘুরতে চলেছেন। ইতিমধ্যেই আলিয়ার পরিবারের তরফ থেকে বিয়ের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই শিলমোহর দেওয়া হয়েছে। আলিয়ার কাকা রবিন ভাট এবং ভাই রাহুল ভাট RK স্টুডিওর নিরাপত্তা প্রসঙ্গে জানিয়েছেন ইতিমধ্যেই ২০০ জন বাউন্সারে মুড়ে ফেলা হয়েছে। আলোর সাজে কাপুর পরিবারের প্রতিটি বাড়ি সেজে উঠেছে । সবার মধ্যে জল্পনা উচ্ছাস তুঙ্গে। সঞ্জয় দত্ত এবার রণবীর- আলিয়ার বিয়ে নিয়ে মন্তব্য করেছেন।

আরও পড়ুন: ‘KGF Chapter 2 ‘ রিলিজের পূর্বে বড়সড় সিক্রেট ফাঁস পরিচালকের! মদ খেয়েই লিখতে বসেছিলেন ছবির গল্প!

অভিনেতা সঞ্জয় দত্ত বেশ মজা করে বলেছেন, বিবাহিত জীবনে জুটি ভালো থাকার সাথে সাথে খুব দ্রুত বাচ্চা যেনো নেয়। প্রচারে এসেছিলেন তিনি সেখানে এই জুটির বিয়ে নিয়ে মুখ খুলেছেন। সঞ্জু বাবা আরও জানিয়েছেন, আলিয়াকে তিনি নিজে বেড়ে উঠতে দেখেছেন, এবার দুজনের বিয়ে সম্পর্কে বলেছেন বিয়ে দুটো মানুষের মধ্যে কমিটমেন্টের বিষয় তাই আগামী জীবনে দুজনেই সুখী হোক। রণবীর কাপুর , সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছিলেন।

সঞ্জু নামক সিনেমাটি পরিচালনা করেছিলেন, রাজকুমার হিরানি। যেখানে ছবির শেষে দুজন অভিনেতা, সঞ্জয় দত্ত ও রণবীর কাপুর কে বাবা বোলতা হ্যায় গানের দৃশ্যে একসাথে। রণবীর ও আলিয়া যখন একসাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তখন সঞ্জয় দত্ত, মজা করে বললেন, রণবীর তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, আর একসাথে খুশিতে থেকো। রণবীরের অভিনয় দেখে অত্যন্ত খুশি ছিলেন সঞ্জয় দত্ত। এবার জুটির বিয়ের খবরে অত্যন্ত খুশি প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সোনু সুদের এখন নতুন পরিচয় রোডিজ স্টার হিসেবে, তবে জানেন কি বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ঠিক কত ?

বলিউড থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত এই জুটি কাজ করেছিলেন। ১৩ তারিখ হবে গায়ে হলুদের অনুষ্ঠান। মেহেন্দি ও সংগীতের পরে হতে চলেছে ১৪ তারিখ বিয়ের অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। তাজ হোটেলে ১৭ তারিখ বা গ্র্যান্ড হায়াতে ১৯ তারিখ রিসেপশন পার্টি হওয়ার কথা রয়েছে। তবে এখনও পর্যন্ত আলিয়া রণবীরের বিয়ে ঠিক কোথায় হতে চলেছে তা ঠিক হয়নি। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে , জুটির বিয়ের তারিখ পাল্টানো হতে পারে , যা আগামী ২০ তারিখ হতে পারে।

Related Articles

Back to top button