গসিপ

‘একসাথে ২২ টি ছবিতে সাইন করানোর পর সরিয়ে দেওয়া হয়েছিল অভিষেককে’! এবার স্বামীর সাথে ঘটে যাওয়া প্রতারণা নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রী সংযুক্তার

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর প্রয়ানের পরও তাঁকে নিয়ে কম জলঘোলা করেননি সমালোচকরা। গত ২৪ মার্চ হঠাৎই নিজের বাসভবনে ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর। তারপর মাঝে কেটে গিয়েছে এত গুলো দিন। রবিবার ছিল অভিনেতার পারলৌকিক ক্রিয়া।

আরও পড়ুন: ‘ভাই তুই বিজেপিটা ছেড়ে দে, তাহলে কাস্ট করতে সুবিধে হয়! শুনতে হয়েছে’, এমন বিস্ফোরক মন্তব্য কেনো করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ!

পারলৌকিক ক্রিয়ার দিন অভিনেতার বাসভবনে হাজির হয়েছিলেন অভিনেতার পুরনো বহু বন্ধুরা সেইসঙ্গে টলি ইন্ডাস্ট্রির লাবনী সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন , রাজ চক্রবর্তী যাঁরা অভিনেতার শেষ কাজে শ্রদ্ধা জ্ঞাপন করতে হাজির হয়েছিলেন। তবে অভিনেতার প্রয়ানের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক বিতর্ক ঘোরাফেরা করছে।

প্রথম যা ভাইরাল হয়েছিল অভিনেতার মৃত্যুর পর নাকি আর্থিক দিক দিয়ে অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন অভিনেতার স্ত্রী এবং মেয়ে। তার সাথে সাথে আরও যে খবরটি রটেছিল প্রথম সারির দুজন বাংলা অভিনেতা অভিনেত্রী নাকি কেউ ৫ লাখ কেউ ১০ লাখ টাকা করে আর্থিক সহায়তা করেছেন। অভিষেকের মৃত্যুর পর থেকে তাঁর সিনেমা জগতের থেকে হারিয়ে যাওয়ার পেছনে সমালোচকরা অনেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের নাম তুলেছিলেন।

তারপর অবশ্য অভিনেতার নামে নানা গুজব রটানো নিয়ে অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে সংযুক্তা যথাযথ জবাব দিয়েছিলেন কিন্তু এবার অভিনেতার পারলৌকিক ক্রিয়ার দিন সংবাদমাধ্যমের সামনে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই সব যে রটানো হয়েছে গুজব সে সম্পর্কে তিনি বলবেন, তাই নিয়ে তিনি প্রথমেই বলেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে তিনি খুব একটা বর্তমান সময়ে ভাবিত না হলেও পরিস্থিতি যখন চরম পর্যায়ে পৌঁছয় যখন বলা হয়েছিল তাঁকে আর্থিক সাহায্য করেছেন এমন দুই অভিনেতা অভিনেত্রী যাঁরা তাঁকে ব্যক্তিগত ভাবে কোনো সান্ত্বনা টুকু জানাননি তখন তিনি আর থেমে থাকতে পারেননি তিনি নিজেই দায়িত্ব নিয়ে প্রত্যুত্তর দিয়েছেন।

আরও পড়ুন: রুকমা রায়ের নতুন ধারাবাহিকে ফের প্রত্যাবর্তন! ‘লালকুঠি’র রহস্য রোমাঞ্চিত প্রোমো দেখে শিহরিত দর্শকরা

সেইসঙ্গে তিনি অভিনেতার সাথে অভিনয় জগতে যে প্রতারণা করা হয়েছিল সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, একসাথে ২২ টি ছবি সাইন হয়ে যাওয়ার পরেও অভিষেককে একসময় চক্রান্ত করে সরিয়ে দেওয়া হয়েছিল। হতাশায় ভুগে তখন অভিষেক সারাদিন ঠাকুরের পুজো করে কাটাতেন। আর আর্থিক পরিস্থিতির কথা বলতে গিয়ে তিনি নিজে একজন অত্যন্ত নামি কোম্পানির যথেষ্ট ভালো পদে রয়েছেন যেখানে তিনি উল্লেখ করেন তাঁর একার বেতনে অভিষেক জীবিত থাকাকালীন কাজ না করলেও কোনো অসুবিধের মধ্যে পড়তে হতো না তাদের। এইভাবেই তিনি এইদিন সকল সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন যোগ্য জবাব দিয়ে।

Related Articles

Back to top button