ধাক্কা মারলেন কেন? আর ছবি তুলবো না, চলে যান- রুদ্র মূর্তি ধারণ করলেন সাইফকন্যা সারা

‘কেদারনাথ’ খ্যাত অভিনেত্রী সারা আলি খান বি টাউনে শান্ত মেয়ে রূপেই পরিচিত। তার স্বভাবের মিষ্টত্ব সকলকেই মুগ্ধ করে। কিন্তু এহেন মিষ্টভাষী শান্ত স্বভাবের মেয়ে যখন রেগে যান তখন তিনি অন্য রূপ ধারণ করেন। সম্প্রতি তার সেই অন্যরূপেরই একঝলক নজরে এলো সকলের। এইদিন চিত্রগ্রাহকের ব্যবহারে চটে গিয়ে তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করলেন এবং ছবি তুলতেও ‘না’ করে দিলেন। শত অনুরোধেও তার সেই ‘না’ আর ‘হ্যাঁ’ তে পরিণতি হয়নি। ঠিক কী ঘটেছিল এইদিন?
আরও পড়ুন: অক্ষয় কুমারের পর বিমল ইলাইচির বিজ্ঞাপন প্রসঙ্গে মুখ খুললেন অজয় দেবগণ
অন্যান্য দিনের মতোই হাসিখুশি ভাবেই বেরিয়ে এসেছিলেন সারা। এইদিন হলুদ রঙের একটি ড্রেস পড়ে ছিলেন তিনি। সারা বেরিয়ে আসতে ক্যামেরাম্যানদের ভিড় লেগে যায়, এরই মাঝে হঠাৎ করে কেউ একজন তাকে ধাক্কা দিয়ে বসলেন আর এই ঘটনাতেই রেগে গেলেন সারা! শান্ত ভাবেই তিনি বরাবর ক্যামেরার উদ্দেশ্যে পোজ দেন, এইবার ও তাই দিতেন কিন্তু ধাক্কা দেওয়ার বিষয়টা তিনি মেনে নিতে পারেন নি, তাই রেগে গিয়ে সটান গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার পর মুখে হাসি লেগে থাকলেও চোখমুখে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল।
শত অনুরোধেও তাকে আর ছবি তুলতে রাজি করানো গেল না। নিজের মতো করে স্বভাবসুলভ ভঙ্গিতেই ‘না’ করলেন তিনি। গাড়িতে ওঠার আগে সারা বলেন, “ আমি ছবি তুলতাম, তবে আপনারা ভীষণ ধাক্কা দেন, চলে যান।” এরপর গাড়ির ভেতর থেকে হাত নাড়াতে দেখা যায় তাকে, কিন্তু আর কারো সাথে কোন কথা বলেন নি তিনি। শান্ত স্বভাবের সারার এইভাবে রুদ্র মূর্তি ধারণ করায় স্বাভাবিকভাবেই সকলে চিন্তিত হয়ে পড়েন।
আরও পড়ুন: রুদ্রনীলের ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাকারদের হাতে! কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিনেতার
ফটোগ্রাফার মহলেও চিন্তার রেশ ছড়ায়, কে এরকম আচরণ করলো সারার সাথে, সেই নিয়ে তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। নেট পাড়ায় এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটাগরিকরাও দুই ভাগে ভাগ হয়ে যান। নেটাগরিকদের একাংশ বলছেন, “ফটোগ্রাফাররা মাঝে মাঝে ভীষণ খারাপ আচরণ করেন।”, “সারা এমনিতেই মিষ্টি স্বভাবের মেয়ে এমনটা না করলেও ঠিকই ছবি তুলত।” আরেক অংশ আবার বলছেন, “এসবই হল আসলে সস্তায় পাবলিসিটি” আর এইসবের মধ্যেই সারার ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
উল্লেখ্য, বলিউডের অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান তার জীবনের প্রথম ছবি থেকেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সুশান্ত সিং রাজপুতের সাথে এই ছবিতে তার অভিনয় অনুরাগীদের নজর কাড়ে। কেউ কেউ আবার দাবি করেন শর্মিলা ঠাকুরের নাতনি সারার মধ্যে শর্মিলার সাদৃশ্য রয়েছে।
View this post on Instagram