গসিপ

বিয়ের আগেই গর্ভবতী হন এই ৭ বলি নায়িকারা! সগর্বে ঘোষণা করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর

বলিউড মানেই নানান রকম গল্প, নানা রকমের জীবন আর তাদের নানান রকমের জীবন ধারা। এই বলিউডেই প্রথম সিঙ্গেল মাদার কনসেপ্টটি উঠে এসেছিল। বাবা ছাড়া একা মা সন্তান মানুষ করতে পারেন, বিয়ের আগেই একজন নারী মা হতে পারেন এই বিষয়গুলো বলিউড তারকাদের মধ্যে সবার আগে দেখা গিয়েছিল। এমন অনেক নায়িকা আছেন যারা বিয়ের আগে মা হয়েছেন এবং এই বিষয়টি নিয়ে এতোটুকুও সংকুচিত না হয়ে মাথা উঁচু করে সমাজের মধ্যে দাঁড়িয়েছেন, সন্তানকে একলাই মানুষ করেছেন নিজ দায়িত্বে আর নিজের জীবন‌ও স্বচ্ছন্দ গতিতে অতিবাহিত করেছেন।

১। নেহা ধুপিয়া

অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের আগেই গর্ভবতী ছিলেন। অঙ্গদের সাথে বিয়ের আগে সম্পর্কে থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি, তাই তাড়াতাড়ি বিয়ে করে নেন তিনি। এরপর অঙ্গদ আর নেহার বিয়ের ছয় মাসের মধ্যেই তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন। ২০১৮ র মে মাসে বিয়ে করেছিলেন নেহা অঙ্গদ আর নভেম্বরে জন্ম হয় তাদের মেয়ের, মেয়ের নাম মেহর।

২। অ্যামি জ্যাকসন

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়ে ছিলেন অ্যামি জ্যাকসন‌ও। রজনীকান্তের ‘২.০’ ছবির এই নায়িকা নিজমুখে সে কথা স্বীকার‌ও করেন। প্রেমিক জর্জ পানাইতোকে কিছুদিন আগে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

৩। গ্যাব্রিয়েলা দিমেত্রিয়াদ

অর্জুন রামপালের এই প্রেমিকা সম্পর্কে থাকাকালীনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আর কিছুমাত্র সংকুচিত না হয়ে অর্জুন সগর্বে সেই কথা প্রকাশ করেন সকলের সামনে। এরপর ২০১৯ এ তাদের প্রথম সন্তান জন্ম নেয়। তাদের সন্তান অরিকের বয়স এখন ৩ বছর কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো তারা বিয়ের সিদ্ধান্ত নেননি।

৪। সারিকা

কামাল হাসানের প্রাক্তন স্ত্রী সারিকা, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তিনি। ‘গীত গাতা চল’ ছবির নায়িকা সারিকা অবিবাহিত অবস্থায় সন্তানের জন্ম দেন। তার মেয়ের শ্রুতির যখন দু বছর বয়স তখন তিনি অভিনেতা কমল হাসানকে বিয়ে করেন।

৫। শ্রীদেবী

অবিবাহিত অবস্থায় নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা সগর্বে জানিয়েছিলেন বলিউডের শ্রীদেবী। অন্তঃসত্ত্বা হওয়ার সাত মাসের মাথায় বনি কাপুর কে বিয়ে করেন তিনি। তাদের সেই সন্তানই বর্তমানের জাহ্নবী কাপুর।

৬। নীনা গুপ্তা

জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। ক্রিকেটার ভিভ রিচার্ডসের সাথে সম্পর্কে অন্তঃসত্ত্বা হন তিনি। জন্ম দেন তাদের মেয়ে মাসবার। তবে তাদের ভালোবাসার ফসল কে পৃথিবীতে আনলেও ভালোবাসার মানুষটিকে বিয়ে করেননি নীনা। সিঙ্গেল মাদার হয়ে সব দায়িত্ব একহাতেই পালন করেছেন।

৭। কল্কি কেঁকলা

বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী তার প্রেমিক গাই হার্সবার্সের সাথে সম্পর্ক চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর জন্ম হয় তাদের কন্যা স্যাফোর। বিয়ে না করে তারা একসাথে সুখে ঘর সংসার করছেন।

Related Articles

Back to top button