সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে অনুষ্কা শর্মা- টাকার জন্য বিক্রি হয়ে যাননি ৭ সেলিব্রেটি

বলিউডের সেলিব্রেটিরা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রকম বিজ্ঞাপন করে অর্থ ইনকাম করেন। ঠিক যেমন অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো স্টাররাও কিছুদিন আগে বিমল ইলাইচির বিজ্ঞাপন করে তুমুল বিতর্কিত হন। তারকা হওয়ার পরেও তারা কীভাবে শুধুমাত্র টাকার জন্য তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করতে পারেন এই নিয়ে প্রশ্ন ওঠে। তারকারা যেহেতু যুব সমাজের কাছে আদর্শ সেই কারণে তারা যদি নেশাজাতীয় দ্রব্য বিজ্ঞাপন করেন তাহলে সেটা যুবসমাজের ওপর ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করবে, এই কারণে তারকাদের অর্থ উপার্জনের জন্য ফেয়ারনেস ক্রিম অথবা নেশা জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করতে দেখলে সাধারণ মানুষ চটে যান। কিন্তু বেশিরভাগ মানুষ যেমন বিজ্ঞাপন করেন তেমনি এর বাইরে ব্যাতিক্রমও কিন্তু রয়েছে। বলিউডে ও দক্ষিণ ভারতে এমন অনেক তারকা রয়েছেন যারা কোটি কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নিজেদের নীতি-নৈতিকতা বজায় রাখার জন্য। এমন অনেক সেলিব্রিটি আছেন যাদের কাছে কোটি কোটি টাকা রোজগারের চাইতে আত্মসম্মান ও নীতিবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই তারকারা কারা?।
আরও পড়ুন: ঈদে সলমন নয়, Runway 34 নিয়ে এইবার হাজির হবেন অজয় দেবগন
১. সুশান্ত সিং রাজপুতঃ ‘কেদারনাথ’ খ্যাত জনপ্রিয় এই অভিনেতা দু’বছর আগে প্রয়াত হয়েছেন। তার মৃত্যুর কারণ নিয়ে এখন অবধি রহস্যই রয়ে গেছে। বহুমুখী প্রতিভার অধিকারী সেই অভিনেতা কিন্তু অনায়াসেই কোটি টাকার বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন। শোনা যায় একসময় একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব পেয়ে ছিলেন সুশান্ত, কিন্তু
নিজের নৈতিক মূল্যবোধের খাতিরে ১৫ কোটি টাকা চুক্তির সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
২. অমিতাভ বচ্চনঃ বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন একসময় ঠান্ডা পানীয় পেপসির বিজ্ঞাপন করতেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় হঠাৎ করেই সেই বিজ্ঞাপন থেকে সরে গেলেন তিনি। কারণ জয়পুরের একটি অনুষ্ঠান চলাকালীন একবার এক খুদে পড়ুয়া বিগ বিকে প্রশ্ন করেছিলেন যে, তিনি এমন একটি ঠান্ডা পানীয়ের প্রচার কেন করেন যেটিকে তাদের শিক্ষক ‘বিষ’ বলে থাকেন। খুদে পড়ুয়ার মুখে সেই কথা শুনবার পরেই ঐ বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অমিতাভ।
৩. কারিনা কাপুরঃ অনেকেই হয়তো জানেন না যে কারিনা কাপুর সম্পূর্ণরূপে শাকাহারী, তিনি আমিষ খাবার খান না। একবার একটি পোল্ট্রি পণ্যের বিজ্ঞাপনের প্রস্তাব তাকে দেওয়া হলে তিনি সেই কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
৪. সাই পল্লবীঃ দক্ষিণ ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী একবার ফেয়ারনেস ক্রিমের কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ফেয়ারনেস ক্রিমের সংস্থা বিজ্ঞাপনের জন্য ২ কোটি টাকার প্রস্তাব দিলে পল্লবী বলেছিলেন,“ এটি আমাদের ভারতীয়দের গায়ের নিজস্ব রং। আফ্রিকানদেরও তাদের নিজস্ব রং আছে এবং তারাও সুন্দর।”
৫. আল্লু অর্জুনঃ ‘পুষ্পা’ মুভি খ্যাত অভিনেতা আল্লু অর্জুন কোটি টাকার বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছিলেন। একসময় তামাক কোম্পানির বিজ্ঞাপনের অফার পেয়েছিলেন তিনি কিন্তু এই অফার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তার বক্তব্য ছিলো, এই ধরনের বিজ্ঞাপন সমাজের প্রতি ভুল বার্তা দেবে এবং এটি তার ভক্তদের ওপরেও খারাপ প্রভাব ফেলবে।
৬. অনুষ্কা শর্মাঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মাও এই তালিকায় আছেন। তিনিও কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন। জানা যায় বর্ণবিদ্বেষের বিরোধিতা করে একসময়ে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করতে অস্বীকার করেন তিনি।
৭. রণবীর কাপুরঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরও একসময় ফেয়ারনেস ক্রিমের বিঞ্জাপনী প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এই বিজ্ঞাপনটি বর্ণবিদ্বেষ প্রকাশ করে বলে ৯ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন।