গসিপ

বাইরে কবীর সিং এর দাপট, আর অন্দরমহলে বউ এর ভয়ে একেবারে সিঁটিয়ে থাকেন! এক টাকা খরচ করার আগেও অনুমতি নিতে হয় স্ত্রী মীরার

কবীর সিং , যে নাম শুনলে আজও ভয়ে কাঁপে ভক্তকুল। কি ছিল সেই দাপট ছবিতে যে স্মৃতি আজও শিহরিত করে। তবে যেমন ছবি প্রশংসিত হয়েছিল একইভাবে ছবির বিষয়বস্তু নিয়ে সমালোচনাও কম হয়নি। বরাবর অভিনেতা নিজের অনুরাগীদের কাছে এমন এক ইমেজ ধরে রাখার চেষ্টা করে এসেছেন। প্রথমে কবীর সিং, তারপর উড়তা পাঞ্জাব সব ছবিতেই একই রকম ছবি ধরা পড়েছিল। তবে তারপর অভিনেতা একটু ভিন্ন ধরনের ছবিতে মন দিয়েছিলেন। ছবির পর্দায় অভিনেতার দাপট আলাদা ছিল। কিন্তু এবার ফাঁস হলো অভিনেতার অন্দরের কথা, যা শুনে অবাক হয়েছেন দর্শকরা।

আরও পড়ুন: এবার বৌদি লুকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, অভিনেত্রীর এমন মোহময়ী রূপে কাবু নেটদুনিয়া

শাহিদ কাপুর এই কথা নিজে মুখেই সবার সামনে স্বীকার করে নিয়েছেন। যা শুনে সবাই বলতে শুরু করেছেন এও কি সম্ভব হয় নাকি? পর্দায় যার এত দাপট সে বাড়িতে একেবারে ভিজে বেড়াল। জার্সি ছবির প্রমোশনে একাধিকবার তাঁকে সংবাদমাধ্যমের সামনাসামনি হতে দেখা গিয়েছে। বউয়ের পকেট থেকে টাকা চুরি করতে দেখা গিয়েছে তাঁকে। যেখানে কবীর সিং , প্রেমিকার ওপর তাঁর দাপট, রাগ দেখাতে দু বার চিন্তা করেননি। উলটে রাস্তায় সবার সামনে গালে চড় বসিয়ে দিয়েছিলেন প্রেমিকার সেই কবীর সিং এর কিনা এই দশা শেষ পর্যন্ত। তিনি এক সাক্ষাৎকারে নিজে মুখেই জানিয়েছেন, বাড়িতে একেবারে ভেজা বেড়ালের মতো থাকেন তিনি।

শাহিদ কাপুর জানিয়েছেন, বাড়িতে নাকি স্ত্রী মীরা রাজপুতের সমস্ত কথাই চলে। আবার অভিনেতা এক টাকা খরচ করার আগে মীরার থেকে অনুমতি নেন। যতক্ষণ না স্ত্রী অনুমতি দিচ্ছে ততক্ষন তিনি এক টাকাও খরচ করতে পারেন না এই কথা নিজে মুখেই স্বীকার করে নিয়েছে সবার সামনে।

আরও পড়ুন: ‘তুমি যেভাবে কোলে নিয়েছ বাচ্চাকে, তা কিন্তু খুব মারাত্মক’! মেয়েকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে এবার নেটপাড়ার রোষের মুখে পড়লেন দেবিনা বন্দ্যোপাধ্যায়

এই কথা প্রকাশ্যে আসার পরেই জোর শোরগোল শুরু হয়েছে এই নিয়ে, অনুরাগীরা বলতে শুরু করেন যাঁর এত দাপট সেই কিনা বাড়িতে এইভাবে থাকে! মীরা এবং শাহিদের সম্পর্কের শুরুটাও হয়েছিল অভিনয় থেকেই। তারপরেই দীর্ঘদিন প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন। বর্তমানে সিনেমার জগত থেকে বিরতি নিয়ে একেবারে স্বামী সন্তান নিয়ে চুটিয়ে সংসারে ব্যস্ত মীরা। এবার সামনে এলো দুজনের সংসারের সিক্রেট কথা।

Related Articles

Back to top button