গসিপ

সিদ্ধার্থ কিয়ারার ব্রেক আপ!‌ বিয়ে অবধি আর গড়ালো না সম্পর্ক

শেরশাহ’ ছবিতে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও ডিম্পল চিমার চরিত্রের কথা সকলেরই মনে আছে। এই দুই চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদ্বানি। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি অসংখ্য মানুষের মন ছুঁয়ে গিয়েছিলো। রিল লাইফের হিট এই জুটিকে তখন থেকেই সকলে রিয়েল লাইফের হিট জুটি হিসেবে দেখতে চাইতেন। সকলের মনের এই ইচ্ছেটি পূরণের পথেই ক্রমশ এগোচ্ছিল, অফস্ক্রিনেও জমে উঠেছিল সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম। কিন্তু শেষমেষ ইচ্ছাপূরণ হলো না ভক্তদের, বিয়ে অবধি আর গড়ালো না এই সম্পর্ক।

আরও পড়ুন: খোকা যাবে অটো চড়ে ব্যাঙ হবে সারথি- খুদের তুতলিয়ে বলা ছড়া ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সিদ্ধার্থ কিয়ারা জুটি বাস্তবে আর দেখা হলো না ভক্তদের। সম্পর্ক ভেঙে আলাদা হয়ে গেলেন এই দুই তারকা। বলিউডের একটি সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর, “সিদ্ধার্থ কিয়ারার প্রেম ভেঙে গিয়েছে। এখন আর তারা একে অপরের সাথে দেখা করেন না। তবে কী কারণে দুজনের সম্পর্কে বিচ্ছেদ ঘনিয়ে এসেছে তা এখনো জানা যায়নি।”

বলিউডের হিট এই জুটি নিজেদের সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে যেমন স্বীকার করেননি, ঠিক তেমনি কখনো অস্বীকার‌ও করেননি তাই ভক্ত-অনুরাগীদের দল দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন আর অপেক্ষার প্রহর গুনছিলেন। কবে এই দুই তারকা বাস্তবে বিয়ের পিঁড়িতে বসবেন! কিন্তু চাতক পাখির মতো আগ্রহ নিয়ে বসে থাকায় সার হল! সব আশায় জল পড়ে গেল ভক্তদের!

আরও পড়ুন: সারোগেসির মাধ্যমে জন্ম দেওয়া সন্তানকে হারিয়ে ছিলেন অমৃতা রাও

‘শেরশাহ’ ছবি সাফল্য লাভ করার পর সিদ্ধার্থের জন্মদিনে প্রকাশ্যে ‘প্রিয়তম’ বলে ডাক দিয়েছিলেন কিয়ারা। সিনেমার একটি দৃশ্য শেয়ার করে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন তিনি। সিদ্ধার্থকে ট্যাগ করে কিয়ারা পোস্টে লিখেছিলেন, “শুভ জন্মদিন প্রিয়তম”- প্রকাশ্যে অভিনেতাকে প্রিয়তম বলে উল্লেখ করার পর‌ই ভক্তরা সবটা বুঝতে পেরেছিলেন।

এরপর সম্পর্ক নিয়ে কোনো কথা না বললেও বিয়ে নিয়ে একদিন বক্তব্য রেখেছিলেন সিদ্ধার্থ। বিয়ে নিয়ে তার পরিকল্পনা কী এরকম একটি প্রশ্ন করা হলে, অভিনেতার উত্তর ছিলো, বিয়ে নিয়ে তাদের যেমন খুব তাড়া নেই তেমনি তারা দেরি করে করতে চান-এমনটাও নয়। তিনি শুধু চান সব যেন ঠিকঠাক হয়। এছাড়া বিয়ে প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন “ আমি জানি না। আমি তো জ্যোতিষী নই। যখনি হোক না কেন আমি ঠিক জানিয়ে দেবো।”-এইসব কথাবার্তা শুনে সকলে একপ্রকার প্রায় ধরেই ফেলেছিলেন যে রনবীর ও আলিয়ার মতই আরো একটি জুটি খুব শীঘ্রই তৈরি হতে চলেছে বি টাউনে কিন্তু বিধি বাম! সব আশায় তাই জলে চলে গেল!

Related Articles

Back to top button