জানেন কি জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কে আজও কেনো ক্ষমা করতে পারেননি সলমন খান? পেছনে আসল কি রহস্যই বা রয়েছে

বলিউড থেকে টলিউড যাঁর গলার জাদুতে আজও মোহিত হয়ে থাকেন তিনি এক এবং অন্যতম অরিজিৎ সিং। আট থেকে আশি তাঁর একটা গানেই সবাই একবাক্যে অভিভূত হয়ে যান। বলিউড তথা টলিউডের সেই বিখ্যাত গায়ক অরিজিত সিং পা দিয়েছেন ৩৫ বছরে। এত কম বয়সে দাঁড়িয়ে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার। দেশে বিদেশে বহু জায়গা থেকে জুটেছে সেইসব পুরস্কার। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে অরিজিৎ সিং এর প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল । তারপর যাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি একের পর এক গানের দ্বারা মুগ্ধ করেছেন দেশবাসীকে। বলিউডের প্লে ব্যাক সিঙ্গারের একমাত্র জনক যাঁকে বলা যায় তিনি অরিজিৎ সিং।
বলিউডে প্রথম ডেবিউ হয়েছিল সঞ্জয় বনশালির মাধ্যমে কিন্তু যিনি এখন এককথায় বলিউডের বাদশা। তবে অরিজিৎ সিংকে ঘিরে বহু বিতর্ক সামনে এসেছে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি আশিকি টু- ছবির সেই জনপ্রিয় গান ‘তুম হি হো’ গান এক রাতের মধ্যে সারা দেশের কাছে পরিচিতি তৈরি করে দিয়েছিল অরিজিৎ সিংকে। ২০১৪ সালে সমস্ত অ্যাওয়ার্ড ফাংশনেই সেরা গায়কের পুরস্কার একমাত্র অরিজিৎ সিং ছিনিয়ে নিয়ে এসেছিল। তবে এরকমই একটি অ্যাওয়ার্ড সেরেমনির মঞ্চে বলিউডের ভাইজানের সাথে এক তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। যে ঝামেলার নিষ্পত্তি এখনও হয়নি। তবে কি এমন ঘটেছিল যে কারণে ভাইজান এখনও রেগে রয়েছেন অরিজিৎ সিং এর ওপর?
২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডের সঞ্চালক হিসেবে ছিলেন সলমন খান এবং রিতেশ দেশমুখ। এরপরেই সেরা গায়কের নাম ঘোষণার পর স্টেজে গিয়ে পৌঁছতে কিছুটা দেরি করেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং দর্শকের আসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন কিছুটা সময়। তারপরেই ঘুম ঘুম চোখ নিয়ে মঞ্চে উঠতেই সলমন খান জিজ্ঞেস করেছিলেন, ঘুমিয়ে পড়েছিলে? তারপরেই অরিজিৎ সিং জবাব দিয়েছিলেন, বসে বসে কি করবো আপনারা তো ঘুম পাড়িয়ে দিলেন। তবে মঞ্চে এভাবে সঞ্চালনা নিয়ে অপমান টা ঠিক মন থেকে মেনে নিতে পারেননি সালমান খান তিনিও জবাব দিয়েছিলেন, এইরকম গান গাইলে তো লোকে ঘুমিয়ে পড়বে। তারপর থেকেই ঝামেলার সূত্রপাত।
ভাইজানের সাথে ঝামেলায় জড়ানোর পর নিজের কেরিয়ারের আশঙ্কা করে খোলা চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। ফোন করে মেসেজের মাধ্যমে একাধিক বার ক্ষমা চাওয়ার চেষ্টা করলেও কোনো উত্তর পাননি। এমনকি সুলতান ছবি থেকে অরিজিৎ সিং এর গাওয়া গান না বাদ দিতে বহুবার অনুরোধ করেছিলেন অরিজিৎ সিং। পরে জানা যায় সলমন খানের নির্দেশেই পরে ওই ছবির গান রাহাত ফতেহ আলি খানকে দিয়ে রেকর্ড করানো হয়েছিল।সলমনের কিক, টাইগার জিন্দা হ্যায় ছবির গান অরিজিৎ সিং গাইলেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত প্লে ব্যাক সিঙ্গার হিসেবে একমাত্র সলমন খানের ছবিতেই কাজ করা হয়নি অরিজিৎ সিং এর। তবে দুজনের এই ঠান্ডা যুদ্ধের সমাপ্তি কোথাও কেউ জানে না!