“পোশাকের না পরার জন্য গ্রেফতার হতে পারেন রণবীর”, আজ থেকে ছয় বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শাহরুখ খান

রণবীর সিং বলিউডের অন্যতম বিখ্যাত প্রথম শ্রেণীর অভিনেতাদের মধ্যে একজন। তার পোশাক নিয়ে এর আগেও প্রচুর বিতর্ক হয়েছে। তবে এবারের বিতর্ক শুরু হয়েছে তার নগ্ন ফটোশুট নিয়ে। আর সেই বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। বর্তমানে এই একটি টপিক টক অফ দা টাউন।
অভিনেতার এরূপ নগ্ন ফটোশুট মহিলাদের ভাবাবেগকে আঘাত করছে। আঘাত করছে সম্মানে। তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মনে করছেন একাংশ। মুম্বই পুলিশ এনজিও-এর এক ব্যক্তির থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন।মুম্বইয়ের আইনজীবী বেদিকা চৌধুরী লিখিত অভিযোগ জানান রণবীরের বিরুদ্ধে। এই মর্মে তার বিরুদ্ধে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ থেকে ছয় বছর আগে কিং খান তথা শাহরুখ খান কারণ জোহরের শো কফি উইথ করণে বলেছিলেন, “রণবীর তাঁর পোশাক পরার জন্য অথবা না পরার জন্য গ্রেফতার হতে পারেন।” এত বছর পরে এসে কিং খানের এই ভবিষ্যৎবাণী প্রায় সত্যি প্রমাণিত হয়েছে। যদিও এখনো পর্যন্ত অভিনেতা গ্রেপ্তার না হলেও আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। তবে বলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী তার পাশে আছেন।
প্রসঙ্গত এ বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা জানান, “সমস্যা কোথায়? এই প্রথমবার কোনও পুরুষ ক্যামেরার সামনে নগ্ন হলেন। ‘হামেভি আঁখে সেঁকনে দিজিয়ে’। টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রী সুমনা চক্রবর্তীও বলেন, “ছবিগুলো দারুণ ছিল। ঈশ্বর জানেন ওদের কোন ভাবাবেগে আঘাত লেগেছে। হয়তো আরও বেশি কিছু দেখতে চেয়েছিল।” এছাড়াও রণবীরের বন্ধু আলিয়া ভাট এ বিষয়ে বলেন, “আমার ফেভারিট রণভীর সিংকে কোনও নেগেটিভ কথা বললে আমার তা পছন্দ হয় না। আমি তাঁকে অত্যন্ত ভালোবাসি এবং আমার মনে হয় ও সকলের প্রিয়।”