ফের সম্পর্ক ভাঙার আভাস টলিপাড়ার বাতাসে! অভিনেত্রী সোহিনী সোশ্যাল মিডিয়ায় নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন!

টলিপাড়ার অন্দরে কান রাখলেই এখন প্রায়শই সম্পর্ক ভাঙনের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। এ যেনো সম্পর্ক ভাঙার মরসুম চলছে। আর তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই। তবে যা রটে তার কিছুটা হলেও ঘটে , এমনই একটি প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে। ভাবছেন তো আবার কার ঘর ভাঙলো? তাহলে খোলসা করেই বলা যাক, টলি অভিনেত্রী সোহিনী সরকার ও অভিনেতা রণজয় বিষ্ণুর প্রেমে ফাটল ধরার আভাস পাওয়া যাচ্ছে! তবে একথা জানা গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেখানে কিনা অভিনেত্রী নিজেকে মিঙ্গেল থেকে হঠাৎ করেই সিঙ্গেল বলে দাবি করে বসেছেন! হলোটা কি? দিব্যি চলছিল সবকিছু। তাহলে কি সত্যি দুজনের আর বনিবনা হচ্ছেনা?
আরও পড়ুন: ভালোবাসার মানুষকে জন্মদিনে আদরের উপহার শোভনের, দুজনের আদুরে মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়
অভিনেত্রী সোহিনী সরকার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সিঙ্গেল, আর প্রতিটা মুহূর্ত আমি দারুন উপভোগ করছি।’ তবে যদি অন্যদিকে প্রেমিক রনজয়ের ইনস্টা হ্যান্ডেল পর্যবেক্ষণ করা যায় সেখানে কিন্তু বিচ্ছেদের কোনো প্রসঙ্গই দেখা যায়নি। কিন্তু খটকা লেগেছে অন্য জায়গায়, রণজয়ের ফলোয়ার তালিকা থেকে প্রেমিকা সোহিনীর নাম একেবারে নেই। অভিনেত্রীও ইতিমধ্যেই প্রেমিককে আনফলো করে দিয়েছেন। তবে দুজনের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে আগের একসাথে কাটানো সমস্ত ফটো বা ভিডিওই কোনোটাই কিন্তু উধাও হয়নি সবই যথাস্থানে রয়েছে। তাতেই রহস্য আরও গাঢ় হয়েছে ভক্তদের মনে।
দীর্ঘ তিন বছরের সম্পর্ক অভিনেত্রী সোহিনী এবং অভিনেতা রনজয়ের। প্রথম প্রেমের বিষয়ে কোনো রাখঢাক না রেখেই দুজনে একসাথে দুই পরিবারকেও জানিয়েছিলেন সেই কথা। এমনকি দুজন দুজনের বাড়িতে গিয়েও থাকতে দেখা যেত দুজনকে। আবার একসাথে লিভ ইন ও করেছেন , আলাদা আলাদাভাবে থেকেছেন।এককথায় বলতে গেলে, দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পরিবার সবাই জানত। রণজয়ের নতুন সিরিয়াল ‘গুড্ডি’র শুটিংয়ে কিছুদিন আগে সোহিনী সাথে ছিলেন। দুজনেই ঘুরতে ভালোবাসার কারণে প্রায়ই একসাথে ঘুরতে বেরিয়ে পড়তে দেখা যেত।
আরও পড়ুন: ৫২ কোটির সম্প্রতি থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে থাকেন অরিজিৎ সিং
আগের মাসে প্রেমিক রনজয়ের জন্মদিনে হাজির হতে দেখা গিয়েছিল প্রেমিকা সোহিনী কে। তবে এই সমস্ত গুঞ্জন নিয়ে প্রেমিক রনজয় মুখ খুলেছেন, তিনি জানিয়েছেন, এগুলো শুধুই মনের ভাব প্রকাশ করেছে সোহিনী। এর বেশি কিছু না। তাঁরা দুজনই আগেই মতো দিব্যি ভালো আছেন। যদিও অভিনেত্রীর তরফে কিছুই জানা যায়নি।