গসিপ

মোটা মাইনের সফল চাকরির জীবন ছেড়ে অভিনয়ের জগতে তৃণা, প্রথমে বাড়ির লোক মেনে নেয়নি, তবে আজ তিনি সফল অভিনেত্রী

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খরকুটো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। ধারাবাহিকের তার চরিত্রের নাম গুনগুন হাওয়ায় এখন তিনি মানুষের কাছে গুনগুন নামেই সমাদৃত। নিজের কাজের মাধ্যমে যেমন মানুষের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন। তেমনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী। সেখানেও তার এক বিশাল পরিমাণ ফ্যান ফলোয়িং রয়েছে।

ব্যক্তিগত জীবন, সোশাল লাইফ এই সবকিছুই খুব ভালোভাবে যেমন সামলাচ্ছেন অভিনেত্রী, তেমনি কর্মজীবনে ও সামর্থ্যের সাথে এগিয়ে যাচ্ছেন। একের পর এক উন্নতি করছেন কাজের ক্ষেত্রে। খুব ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ হলেও বর্তমানে টলিউডের খ্যাতনামা পরিচালক অরিন্দম শীল এবং সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে তাদের সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী। অরিন্দম শীলের ইসকাবনের বিবি সিনেমাতে কাজ করেছেন অভিনেত্রী। এছাড়াও ডান্স ডান্স জুনিয়র এর মেন্টরিং এর দায়িত্ব পেয়ে বর্তমানে বেশ চর্চিত হচ্ছেন অভিনেত্রী।

তবে অভিনেত্রীর এই সাফল্য কিন্তু রাতারাতি নেমে আসেনি। অভিনয় জগতে টিকে থাকতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। শারীরিক ওজন কমানো থেকে শুরু করে পারিবারিক সমস্যা সব একাই সামলেছেন অভিনেত্রী নিজে। অভিনয় জগতে আশা নিয়ে মা-বাবা কেউ রাজি না থাকায় তাদের সঙ্গে অশান্তির সৃষ্টি হয়েছিল বাড়িতে।

প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালিত দিদি নং ১ এর মঞ্চে মায়ের সাথে এসেছিলেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী তার নিজের কিছু সিক্রেট কথা বলেন। অভিনেত্রী জানান অভিনয়ে আসার ইচ্ছা তার কখনোই ছিল না। তবে ইচ্ছে ছিল শিক্ষিকা হওয়ার। আর সেই জন্যই এমবিএ, সিএস নিয়ে পড়াশোনা করে তিনি বেশ কয়েকদিন মোটা মাইনের চাকরিও করেন। কিন্তু এসব কিছু ছেড়ে দিয়ে মেয়ে অভিনয় আসতে চায় এ কথা জানতে পেরে বাবা মা রাজি ছিলেন না। তবে অভিনেত্রী এও বলেন যে প্রথম ছ মাসের মধ্যেই সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় তাদের পরিবারে।

Related Articles

Back to top button