গসিপ

মামা রাজ চক্রবর্তীর হাত ধরে পা রেখেছেন অভিনয় জগতে! গোধূলি আলাপের ডোনা আসলে কে জানেন?

স্টার জলসার নতুন ধারাবাহিক স্লটে এসেছিল “গোধুলি আলাপ”। এই ধারাবাহিকের গল্প জুড়ে দেখানো হচ্ছে অসমবয়সী বিয়ে এবং তার ভালোবাসা। সমাজকে এক নতুন নিদর্শন দেবে বলেই ধারাবাহিক শুরু হওয়ার প্রথমদিকে মনে করেছিলেন দর্শক মহল। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের অভিনয় করছেন কৌশিক সেন। ধারাবাহিকে অভিনেতা কৌশিকের চরিত্রের নাম অরিন্দম।

এই ধারাবাহিকেই কৌশিক ওরফে অরিন্দম এর বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে হিসেব মতো এক নতুন অভিনেত্রীকে। এই নতুন অভিনেত্রীর নাম সৃষ্টি পান্ডে। ইনি ধারাবাহিকে অরিন্দমের বোন ডোনার চরিত্রে অভিনয় করছেন তিনি। অভিনয় জগতে পাড়ি দিয়েছিলেন তাঁর মামার হাত ধরে। বর্তমানে টলিউডের বড় পরিচালক হিসেবে পরিচিত তিনি। জানেন কি কে এই বিখ্যাত পরিচালক আর অভিনেত্রী সৃষ্টি পাণ্ডের মামা?

আসলে, অভিনেত্রী সৃষ্টি পান্ডের মামা হলেন বর্তমানে টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। রাজের প্রযোজনাতেই প্রথম ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন সৃষ্টি। প্রথম তাঁকে দেখা যায় ফেলনা ধারাবাহিকে। বর্তমানে তিনি কাজ করছেন গোধূলি আলাপ ধারাবাহিকে। যদিও নিজের গন্ডির বাইরে এখনো বেরোয়নি অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী। প্রায়সই তাঁকে দেখতে পাওয়া যায় রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর সাথে। আবার কখনো তাঁকে দেখতে পাওয়া যায় রাজ শুভশ্রীর পুত্র ইউভান এর সাথে। সৃষ্টি মাঝে মাঝেই আরবানাতে আসেন মামাতো ভাই ইউভান এর সাথে সময় কাটাতে। এর আগেও বহু পারিবারিক ফটোতে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সাথে দেখতে পাওয়া গেছে সৃষ্টিকে। এছাড়াও অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে প্রচুর রিল ভিডিও পোস্ট করেন। আসলে ভিডিও বানাতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফলোয়ার ৩৫ হাজার ছাড়িয়েছে।

অভিনয় জগতে আসার পরপরই অভিনেতা অর্ণব বিশ্বাসের সাথে একটা লুকানো সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেত্রীর সৃষ্টি পান্ডের। কিন্তু তাঁদের মধ্যে কেউই কখনো এ বিষয়ে মুখ খোলেননি। তিনি বারবার বলেছেন যে তাঁরা নাকি শুধুই খুব ভালো বন্ধু। প্রসঙ্গত অর্ণবকে আমরা দেখতে পেয়েছি ‘ফেলনা’ ও ‘বৌমা একঘর’ সিরিয়ালে। প্রসঙ্গত একের পর এক সিনেমা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। এবার শুধু এটাই দেখার যে মামার হাত ধরে ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় সৃষ্টি কি ডেবিউ করবেন?

Related Articles

Back to top button