অঞ্জন চৌধুরী একবার চা ছুড়ে মেরেছিলেন বিপ্লব চ্যাটার্জির মুখের উপর! এমন কি হয়েছিল? সামনে এলো আসল কারণ

বিপ্লব চ্যাটার্জি, এক সময় টলিউডের জনপ্রিয় খলনায়ক। সিনেমা জগতে খলনায়ক হিসেবে সবার প্রথমেই যাকে মনে আসতো তিনি হলেন বিপ্লব। মাঝে কোন সিনেমা বা সিরিয়ালেই দেখা যায়নি অভিনেতাকে। এখন হঠাৎই অভিনেতা কিছু কিছু কথার মাধ্যমে উঠে আসেন সংবাদ শিরোনামে। একটা সময় তিনি দিয়ে গেছেন একের পর এক সুপারহিট সিনেমা। আর তারই সাথে প্রত্যেকটি সিনেমায় তিনি নাস্তানাবুদ করেছেন নায়কদের।
সেই সময় অঞ্জন চৌধুরী নামের এক বিখ্যাত পরিচালকের বিভিন্ন সিনেমাতে খলনায়ক হিসেবে অভিনয় করেন বিপ্লব। জনপ্রিয় পরিচালকের সাথে সাথে তিনি ছিলেন একজন চিত্রনাট্যকারও বটে। এমন একটি সিনেমা হল “লোফার”। এই সিনেমার পরিচালক ছিলেন বাবুল সমাদ্দার এবং কাহিনীকার ছিলেন অঞ্জন চৌধুরী। এই সিনেমার একটি শট নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভাইরাল হয়েছে এই সিনেমার একটি দৃশ্য। যেখানে নায়কের ছবিতে দেখা গিয়েছে অভিনেতা লোকেশ ঘোষকে। আর খলনায়কের চরিত্রে দেখা যাবে বিপ্লবকে। এখানে একটি দৃশ্যে দেখা যাবে নায়ক চা ছুড়ে মারবেন খলনায়ক বিপ্লবের মুখে। কিন্তু বহুবার চেষ্টা করার পরেও লোকেশ সেই শর্ট ওকে করতে পারেননি। এমনকি সেটের কেউই পারেনি।
এরই মধ্যে সাদা রঙের গাড়ি করে একদম নায়কের মত সেটে এসেছিলেন অঞ্জন চৌধুরী। সেটে এসেই তিনি শুনলেন যে এই শটটিকে কোন মতেই ওকে করানো যাচ্ছে না। সাথে সাথেই তিনি এক কাপ ঠান্ডা চা নিয়ে নায়কোচিত ভঙ্গিতে ছুড়ে মারলেন বিপ্লবের মুখে। আর এক শটেই সিন ওকে হয়ে গেল।
প্রসঙ্গত অঞ্জন চৌধুরী শুধু তখনকার সময় জনপ্রিয় পরিচালকই ছিলেন না ছিলেন দুর্দান্ত কপিরাইটারও। লিখতে ভীষণই ভালোবাসতেন অঞ্জন। সে সময় তাঁর হাতে লেখা বিভিন্ন ডায়লগ খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। তাঁর পরিচালিত সিনেমা “শত্রু” মাইলস্টোন ছুয়েছিল। আবার ইন্ডাস্ট্রির বিভিন্ন পরিচালকদের তিনি তৈরি করেছেন নিজের হাতে করে। তাঁদের মধ্যে অন্যতম বাবলু সমাদ্দার,হরনাথ চক্রবর্তী, প্রমূখ।