টলিউডে নাকি গঙ্গারামের মায়ের হাতে যে চড় খেয়েছেন তিনিই হয়েছেন সুপারস্টার, দেব – অঙ্কুশ সবার নামই রয়েছে এই লিস্টে! চলুন দেখে নেওয়া যাক অভিনেত্রী মৌসুমী সাহা কিছু অজানা কথা

অভিনেত্রী মৌসুমী সাহা। বর্তমানে ছোট পর্দায় বেশ দাপিয়েই অভিনয় করছেন। ছোট পর্দার নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেন এমন অভিনেত্রীদের মধ্যে বেশ পরিচিত মুখ মৌসুমী। বাংলা বিনোদন জগতে শুধু ধারাবাহিক নয় কাজ করেছেন বহু বাংলা সিনেমাতে। কেরিয়ারের শুরুটা হয়েছিল ১৯৯০ সালে তরুণ মজুমদারের সিনেমা ‘আপন আমার আপন’ – এর হাত ধরে। যদিও এরপর মাঝে ৭ বছরের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। জানা যায় সেই সময়টায় চুটিয়ে থিয়েটারে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ ৩২ বছরের অভিনয়ে জীবন তাঁর।
সিনেমাতে কাজ করে অভিনয় জগতের সূত্রপাত হলেও তৎকালীন জনপ্রিয় ধারাবাহিক “জন্মভূমি” র হাত ধরে তিনি পদার্পণ করেন ছোট পর্দাতে। জন্মভূমিতে তিনি প্রায় ১৪০০ টি এপিসোডে অভিনয় করেছিলেন। জমিদারের ছোট গিন্নির চরিত্রে অভিনয় করে অল্প কয়েকদিনের মধ্যেই মন কেঁড়েছিলেন দর্শকের। একটা সময়ের পর বয়সের সাথে সাথে তাঁর অভিনয়ের ক্ষেত্রেও আসে পরিবর্তন।
পরবর্তীকালে তিনি অভিনয় করতে শুরু করেন নায়কের মায়ের চরিত্রে। সিরিয়াল হোক বা সিনেমা সবেতেই নায়কের মায়ের চরিত্রে একদম পিকচার পারফেক্ট মৌসুমী। টলিউডের এই অভিনেত্রী সম্পর্কে একটি মিথ শোনা যায়। সেটি হল অভিনেত্রীর মৌসুমীর হাতে যে নবাগত অভিনেতা বা নবাগতা অভিনেত্রী চড় খাবেন তিনি পরবর্তীকালে স্টার হবেই হবেন।
এই মিথ প্রসঙ্গে অভিনেত্রী মৌসুমী এক সাক্ষাৎকারে জানান, “প্রেমের কাহিনী” সিনেমায় দেবের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই সিনেমারই একটি সিনে দেব কে সত্যিকারের চর খেতে হয়েছিল মৌসুমীর কাছ থেকে। তারপরেই তাঁর সেই শটটি ওকে হয়েছিল। তারপর থেকেই এই মিথ চালু হয়। এমন একটি ঘটনা ঘটে অভিনেতা অঙ্কুশ হাজরার সাথেও।
প্রসঙ্গত অভিনেত্রী মৌসুমিকে কিছুদিন আগেই দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক “গঙ্গারাম” এ। এই ধারাবাহিক ও নায়কের মা-ই হয়েছিলেন তিনি। আবার স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক “খেলাঘর” এও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আবার শোনা যাচ্ছে, নতুন আপকামিং সিরিয়াল “মাধবীলতা” তেও নায়কের মায়ের চরিত্রেই থাকবেন অভিনেত্রী।