বিচ্ছেদ আসন্ন অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের! বিয়ে করবেন খুব শীঘ্রই নৃত্য শিল্পী অর্ণব ব্যানার্জিকে!

বাংলা চলচ্চিত্র জগতে প্রায়ই সম্পর্কের বিচ্ছেদের কথা শোনা যায়। এই জগতে জোড়ি বাঁধতেও যেমন খুব বেশি সময় লাগে না, তেমন ভাঙতেও খুব একটা সময় লাগে না। প্রতিমুহূর্তে যেন এখানে সম্পর্ক জোড়া লাগছে আর ভাঙছে। কখনো শোনা যাচ্ছে একজন অন্যজনের প্রেমিকের সাথে প্রেম করছেন, কখনো বা শোনা যাচ্ছে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাচ্ছে! চলচ্চিত্র জগতের সাথে যুক্ত থাকা মানুষগুলোর সাথে এগুলি হামেশাই হয়! আসলে বাইরে থেকে এই জগৎটা দেখতে যতটা রঙিন লাগে ভেতর থেকে ঠিক ততখানি নয়।
সম্প্রতি টলিউডে আরও একটি সম্পর্ক বিচ্ছেদের খবর পাওয়া গেল। নৃত্যশিল্পী সৌমিলি বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের খবর শোনা গেল। যদিও অভিনেত্রী এ বিষয়ে নিজে থেকে মুখ ফুটে কিছুই বলেননি তবে টলিউড সূত্রে শোনা যাচ্ছে যে তার স্বামীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এই বিষয়টি নিয়ে লিখেছেন ফেসবুকে, তারপর মানুষ ধরেই নিয়েছেন বিষয়টা সত্যি।
স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদের পর সৌমিলির নতুন সম্পর্কে জড়ানোর খবরও শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে সৌমিলি যার সাথে অধিকাংশ সময় নৃত্য পরিবেশনা করে থাকেন সেই অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক গড়ে উঠেছে তার। এখানেই শেষ নয় আরও শোনা যাচ্ছে যে সৌমিলি না থাকলে অর্ণব পারফর্ম করতে চান না। একইসাথে শোনা যাচ্ছে যে , সৌমিলির সাথে তার স্বামীর খুব শীঘ্রই ডিভোর্স হবে এবং তারপর সৌমিলি ও অর্ণব দুজনে খুব শীঘ্রই বিয়ে করবেন। এই বিষয়টি সুজয় প্রসাদ এর একটি কমেন্টে আরো ভালো মতো পরিষ্কার হয়ে যায়।
একজন অনুষ্ঠান দেখে কমেন্ট করে সঞ্চিতা তাপাদার লেখেন, “খুব সুন্দর অনুষ্ঠান সৌমিলি ও আছে দেখছি বাহ!”এর উত্তরে সুজয় প্রসাদ কমেন্টে যা লেখেন তাতেই দুজনের সম্পর্কের বিষয় উল্লেখ করেন অভিনেতা। সুজয় প্রসাদ একটি কমেন্টে পরিষ্কার লিখেছেন, “সৌমিলি না থাকলে অর্ণব অনুষ্ঠান করবে না। তাই কোনো উপায় নেই শুনলাম এবার দুজনেই বিয়ে করবে, সৌমিলির ডিভোর্স আসন্ন সত্যিই কি খারাপ লাগছে।”
অনেকে এই বিষয়টা বিশ্বাস করতে না চাইলেও সুজয় লিখেছেন যে খবরটা সত্যি। তবে যেহেতু অভিনেত্রী এখন অবধি কিছুই বলেননি তাই সকলে অপেক্ষা করতে চান অভিনেত্রীর মুখ থেকে সত্যিটা শোনার জন্য।