‘‘সব করব, বিয়ে করবো না”, সৌমিতৃষা এবার নিজের রিয়েল লাইফ নিয়ে মুখ খুললেন

সৌমিতৃষা কুণ্ডু সবার প্রিয় মিঠাই বললেই ভক্তরা বেশি চিনবেন। মিঠাই যে কদর দিনের পর দিন বেড়ে চলেছে তাতে অভিনেত্রীর সম্পর্কে জানার জন্য অনুরাগীরা যেনো কৌতুহলী হয়ে রয়েছেন। তবে জানা গিয়েছে অভিনয়ের সাথে সাথে তাঁর আরও কাজ বেড়ে গিয়েছে। যেখানে প্রতিদিন নিয়মিত ভাবে নিজের নামে ঠিক কি নতুন খবর বেরোলো তাই দেখার জন্য উৎসুক হয়ে থাকেন অভিনেত্রী। মিঠাই রানী জানিয়েছেন, প্রতিদিন তাঁকে নিয়ে এত সব নতুন নতুন খবর বেরোয় যা তাঁর নিজের কাছেই বেশিরভাগ সময় অজানা হয়।
আরও পড়ুন: মাতৃভাষার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমিরের ‘গজনী’ ছবির অফার ফিরিয়েছিলেন সুপারস্টার মহেশ বাবু
অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁকে নিয়ে প্রেম বিয়ের গল্প তো হামেশাই শোনা যায় , এইসব গল্প এখন পুরনো হয়ে গিয়েছে, এমনকি নতুন আর কারোর সাথে তাঁকে ছবি তুলতে দেখা যায়না। এখন নতুন খবর অভিনেত্রী নাকি সোমু সরকারের কাছে হেরে গিয়েছেন তাই সোমু পুরস্কার জিতে নিয়েছেন এখন ট্রেন্ডে এই নতুন খবর প্রকাশিত হয়েছে। তবে অভিনেত্রী বলেছেন, তাঁর নিজের যে কত পুরস্কারের বহর সেকথা কেউ খবর ও নেয়না। দ্বিতীয় খবর তাঁর সম্পর্কে রটেছে, সৌমিতৃষা নাকি মিঠাই চরিত্রে অভিনয়ের সুযোগ ঘটনাক্রমে পেয়ে গিয়েছেন। পর্দার ‘জামাইবাবু, সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সেই খবর নিয়েও সোশ্যাল মিডিয়া বেশ রটনা হয়েছিল।
তবে নিজের বাস্তব জীবনের প্রেম নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জবাব দিয়েছেন, “সব করবো, বিয়ে করবো না!” নায়িকা তার সপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, মনের মানুষ কথা দিয়ে কথা না রাখলে কি হবে তাই এমন সিদ্ধান্ত। তার তুলনায় তিনি নিজের পেশার প্রেমে মজে থাকতে চেয়েছেন। পেশার প্রতি নিজেকে মনোযোগী করে রাখতে পারলে তার ফলস্বরূপ তাঁর পুরস্কার প্রাপ্তি ঘটবে। তিনি মূলত কমিটমেন্ট ফোবিয়াতে ভুগছেন বলেই অভিনেত্রী জানিয়েছেন।
আরও পড়ুন: বিহারের আকাশ সিং হুনরবাজ এর বিজয়ীর খেতাব জিতেছেন, পুরস্কার স্বরূপ পেয়েছেন ১৫ লাখ টাকা!
বর পর্দার সুপারস্টার হিরো দেব , বর্ষবরণের অনুষ্ঠানে সবার সামনে স্বীকার করে নিয়েছেন, “মিঠাইকে আমার থেকে লোকে বেশি চেনে, ও তো সুপারস্টার!” অভিনেত্রী জানিয়েছেন তিনি মন থেকে কাজকে ভালোবেসে করেন বলেই দেবের থেকে এই সম্মান মিলেছে তাঁর। অভিনেত্রী জানিয়েছেন তিনি সব সহ্য করে নিতে পারবেন কিন্তু দর্শকরা বলবে, মিঠাই কে দেখতে আর ভালো লাগছে না এই কথা কখনোই পারবেন না সহ্য করতে।তাই নিজের সবটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। পরবর্তী কালে বড়ো পর্দায় কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।