বেহালার ঐতিহ্যশালী বাড়ি ছেড়ে ৪০ কোটি টাকার নবনির্মিত বাড়িতে থাকবেন সৌরভ! কোন জায়গায় তৈরি হচ্ছে দাদার নতুন বাড়ি?

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আমাদের মহারাজ, বাঙালির গর্ব তিনি। বিশ্ব ক্রিকেটারদের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। দেশে-বিদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে, যারা দাদাকে ভীষণ ভালোবাসেন। বর্তমানে ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নিলেও বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বভার রয়েছে তার ওপর। এই দায়িত্ব সফলভাবে সামলানোর পাশাপাশি জি বাংলার জনপ্রিয় টেলিভিশন শো দাদাগিরিতে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাকে। তার উপস্থাপনা গুণে এবং তার উজ্জ্বল ব্যক্তিত্বের কারণেই এই শো রীতিমতো চমকপ্রদ হয়ে উঠেছে।
আরও পড়ুন: মিমি নুসরতের তুলনায় শ্রাবন্তী বেশ বোকা! বিস্ফোরক মন্তব্য শ্রাবন্তীর প্রানের বন্ধু শুভশ্রী গাঙ্গুলীর
সৌরভ গাঙ্গুলী এমনই একটা নাম যার সাথে জড়িয়ে থাকা সবকিছুই জনপ্রিয় হয়ে ওঠে। যেমন সৌরভের বাড়ি, বেহালা চৌরস্তায় ভারতের প্রাক্তন অধিনায়কের বাড়িটিও দেশবাসীদের কাছে অত্যন্ত পরিচিত দাদার বাড়ি হিসেবে। এই বাড়ির সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস, ক্রিকেট জগতের অনেক ইতিবৃত্ত , তাই ক্রিকেট প্রেমীদের কাছে এই বাড়ি একটি আবেগ। সম্প্রতি জানা যাচ্ছে বেহালার এই বাড়ি ছেড়ে দেবেন সৌরভ গাঙ্গুলী।
বেহালা চৌরাস্তার ২/৩ বীরেন রায় রোড ঠিকানার ঐতিহ্যশালী বাড়িতে আর থাকবেন না সৌরভ। এই বাড়িটি ছেড়ে দেবেন তিনি। দাদার পরিবারের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একটি নতুন বাড়ি তৈরি করছেন দাদা, সেখানেই তিনি থাকবেন। কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা সৌরভের নতুন সেই বাড়িটিও খাস কলকাতার বুকেই।
আরও পড়ুন: ‘অভিনেত্রী মানেই অশিক্ষিত’ এই ধারনা ভুল! মুখ খুললেন পটল কুমারের সৎ মা খ্যাত অভিনেত্রী ত্রমিলা!
৮/১ এ লোয়ার রডন স্ট্রিটে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করছেন সৌরভ গাঙ্গুলী। বাড়িটি তৈরি করতে তার ৪০ কোটি টাকা খরচ হচ্ছে। ২৩.৬ কাটার জমির ওপর এই সম্পত্তিটি শহরের ব্যবসায়ী অনুপমা বাগরি, কেশব দাস বিনানি ও নিকুঞ্জ দাস বিনানির কাছ থেকে কিনে নিচ্ছেন সৌরভ। বর্তমানে এই জমিতে একটি দ্বিতল বিল্ডিং রয়েছে যা নিজের মতো করে পুনরায় নির্মিত করে নেবেন সৌরভ। দ্বিতল বিশিষ্ট বাড়ি ছাড়াও এই জমিতে একটি সুন্দর বড় বাগান রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেহালার ঐতিহ্যশালী ওই বাড়িটি ছাড়াও লন্ডনে সৌরভের একটি বাড়ি রয়েছে যেটি টেমস নদী ও লন্ডন আইয়ের একেবারে সামনে আছে। সম্প্রতি দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ চলছে। তবে খুব বেশি দিন আর নয়, ইতিমধ্যে এই সিজনের গ্র্যান্ড ফিনালের শুটিং হয়ে গেছে। সেই গ্র্যান্ড ফিনালেতে দাদার মঞ্চে সৌরভ গাঙ্গুলীকে তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর সাথে নাচতে দেখা যাবে। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে চমক দিতে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দিতিপ্রিয়া রায় ও আরো অনেক বিখ্যাত ব্যক্তিত্বরা।