গসিপ

চোখ মেরে ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশ বর্তমানে কী করছেন জানেন?

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মানুষ হাতের কাছে একটি প্লাটফর্ম পেয়ে যান যার ফলে যে কেউ নিজের প্রতিভার দ্বারা রাতারাতি বিখ্যাত হয়ে উঠতে পারেন। ঠিক এইভাবেই একদিন দক্ষিণী স্টার প্রিয়া প্রকাশ ওয়ারিওর রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার হাত ধরে। দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রথম ছবির ট্রেলার প্রকাশ পাওয়ার পর‌ই রাতারাতি তা ভাইরাল হয়ে যায় আর মুহূর্তের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান এই অভিনেত্রী।

আরও পড়ুন: প্রবল আর্থিক সংকটে টলিউড ছেড়ে আলুর দমের দোকান দিলেন টলিউডের পরিচালক অভিনেতা প্রেমাংশ রায়

বছর চারেক আগে অভিনেত্রীর চোখ মারার সেই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সর্বত্র আর ২০১৮ সালে তিনিই হয়ে যান সোশ্যাল মিডিয়ার সেন্সেশন। প্রিয়ার অভিনীত প্রথম ছবি ‘অরু আদর লাভ’ এর ‘ মানিক্য মালারায়া পুভি’ গানের কয়েক সেকেন্ডের ছোট্ট একটি ভিডিও ক্লিপিংসে প্রকাশ পাওয়া প্রিয়ার চোখের ইশারা- ই দেশের তরুণ যুবকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলো। মালায়ালম মুভির সেই ছোট্ট অংশ‌ই প্রিয়াকে খ্যাতির মধ্যগগনে পৌঁছে দিয়েছিলো আর লাফিয়ে লাফিয়ে তার অনুরাগীদের সংখ্যা‌ বাড়তে শুরু করেছিলো। এরপর সময় এগিয়ে যেতে শুরু করে, কেটে যায় চার বছর। বর্তমানে কী করছেন এককালের জাতীয় ক্রাশ প্রিয়া?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার প্রথম ছবি রিলিজ করে এবং এরপর একটার পর একটা কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করেন তিনি। কখনো তিনি ফটোশ্যুটের মডেল হয়েছেন তো কখনো দক্ষিণী বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে যাই করুন না কেন সব সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘‘সব করব, বিয়ে করবো না”, সৌমিতৃষা এবার নিজের রিয়েল লাইফ নিয়ে মুখ খুললেন

বিভিন্ন সময় নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, নিজের কাজের কথা, ব্যক্তিগত জীবনের কথা অনুরাগীদের সাথে শেয়ার করে তাদের সাথে সংযোগ বজায় রেখেছেন অভিনেত্রী। সেই কারণেই তার অনুরাগীরা জেনে ফেলেছেন যে অভিনয়ের পাশাপাশি তার গানের গলাও দুর্দান্ত। তার অসংখ্য অনুরাগীদের ভালোবাসায় সোশ্যাল মিডিয়াতে প্রিয়ার গানের ভিডিও ভাইরাল হয়ে যায়। তবে এইবার দক্ষিণী এই অভিনেত্রী হট অবতার ধরা দিলেন অনুরাগীদের সামনে।

সম্প্রতি তার বেশ কিছু ফটোশ্যুটের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে রীতিমতো বোল্ড অবতারে হাজির হয়েছেন তিনি। প্রিয়ার ভাইরাল হওয়া সেই ছবিটিতে দেখা যাচ্ছে, তার চুল এলোমেলো হয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই চুল তার মুখের কাছে এসে পড়েছে আর তার গায়ে সেভাবে কোনো পোশাক নেই। তার হট এই পোজ দেখে নেটাগরিকরা রাতের ঘুম হারিয়েছেন।

Related Articles

Back to top button