এবার কি তবে হানিমুন ট্রিপ নাকি শোভন-বৈশাখী জুটির? কাশ্মীর ভ্রমণের জুটির প্রেমময় মুহূর্তের ছবি দেখে নিন এক নজরে

কলিযুগের রাধা কৃষ্ণ জুটি হোক বা গল্পের লায়লা মজনু জুটি বললেও যাদের কম পড়ে যায় , দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা সবেতেই যে জুটি রংমিলান্তির ক্ষেত্রে কোনো অল্প বয়সী প্রেমিক প্রেমিকা যুগলকেও হার মানাতে পারে , একইসাথে যাদের নিয়ে রাজনৈতিক থেকে ব্যক্তিগত জীবনে বিতর্কের শেষ নেই সেই জুটি, এতক্ষনে নিশ্চয়ই বুঝেই গেছেন কাদের কথা বলছি, সেই রঙিন জুটি শোভন – বৈশাখী। যাঁদের প্রেমের কাহিনী হার মানাতে পারে কোনো সিনেমার প্রেক্ষাপট কেও এমনকি প্রেমের টানে ঘর সংসার রাজনীতি কেরিয়ার সব ছেড়েছেন যাঁরা আবার প্রকাশ্যে সিঁদুর পরাতেও দেখা গিয়েছিল এবার সেই জুটি শেষমেশ হানিমুনে গেলেন নাকি!
আপাতত শহরের কোলাহল , বিতর্ক সব ছাড়িয়ে শোভন – বৈশাখী জুটি এখন ছুটি কাটাতে ব্যস্ত ভূস্বর্গ কাশ্মীরে। একান্তে দুজনের কিছু প্রেমে ভরা মুহূর্ত সাথে আবার রয়েছে বৈশাখীর একমাত্র কন্যা মেহুল। বরাবরই অবশ্য সমাজের কোনো তোয়াক্কা না করেই যুগল নিজেদের প্রেম সবার সামনে জাহির করতে বেশ পছন্দ করেন। লোকে কি বললো তাতে তাদের কিসু এসে যায়না।
রোম্যান্টিক কাশ্মীর সফরে সাথে মেয়েকে নিয়ে কিছু মিষ্টি মুহূর্তের ছবির অ্যালবাম এবার উঠে এলো বৈশাখীর ফেসবুকে। সপরিবারে বেশ ছুটির মেজাজেই কাটাচ্ছেন ছবি দেখে একথা বেশ স্পষ্ট। একাধিক সময়ে একাধিক ভাবে ফ্রেম বন্দী করেছেন নিজেদের সফরের সেইসব ছবি। কখনও বরফের মধ্যে , কখনও আবার টিউলিপ বাগানের মধ্যে সবেতেই দর্শকদের বেশ মন কেড়েছে ছবিগুলি।
আবার কোথাও কোথাও শোভনকে ধরে নিজেদের প্রেমের অন্তরঙ্গ মুহূর্তকেও সামনে এনেছেন, এই বয়সে দাঁড়িয়েও এমন জুটির প্রেম বেশ ঈর্ষা জাগানোর মতোই অনেকের মনে। মেহুলের সাথে আবার কোনো কোনো ছবিতে বেশ বাবা মেয়ের ফ্রেমে ধরা পড়েছেন শোভন। চারিদিকে এত বিতর্ক এত কিছুর মাঝেও তাদের প্রেমে যে এতটুকুও ভাটা পড়েনি সেই কথা বারবার প্রমাণ করে দেয় এই জুটি।
দুজন দুজনের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে ট্রোল, মিম সমস্ত কিছুকে তুড়ি মেরে উড়িয়ে নিজেদের ভালোবাসাকে উদযাপন করতে এবার শহর ছাড়িয়ে তাদের গন্তব্যস্থল ভূস্বর্গ কাশ্মীরে।