ভালোবাসার মানুষকে জন্মদিনে আদরের উপহার শোভনের, দুজনের আদুরে মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

যে জুটি টলিউড বলিউডের যেকোনো হট কাপলকেও হার মানাতে পারে , ভালোবাসার ক্ষেত্রে একেবারে সুপারহিট জুটি যাদের বলা হয়ে থাকে , দুর্গাপুজো হোক কি সরস্বতী পুজো একেবারে রংমিলান্টি তে জুটির প্রেম মাখোমাখো থাকে সেই জুটি এবার পালন করলেন জন্মদিন। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলে কথা সেই দিন কে স্পেশাল না করে তুললে কি আর হয়! প্রেমিকের শোভনের কাছে এই দিন যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এটাই স্বাভাবিক। প্রেমিক শোভন প্রেমিকার জন্মদিন কে বিশেষ করে তুলতে বিরাট আয়োজনের ব্যবস্থা করেছিলেন। রাত ১২ টা থেকে জন্মদিনের আয়োজন শুরু হয়ে গেলেও পরেরদিন রাত পর্যন্ত জন্মদিন চলে। একেবারে প্রেমিকাকে ভালোবাসায় মুড়ে জন্মদিনের উৎযাপন করেছিলেন প্রেমিক শোভন।
আরও পড়ুন: ৫২ কোটির সম্প্রতি থাকা সত্ত্বেও গ্রামের বাড়িতে থাকেন অরিজিৎ সিং
বৈশাখী ২৪ এপ্রিল ঠিক রাত ১২ টায় একমাত্র মেয়ে আর সাথে ভালোবাসার মানুষ শোভনকে নিয়ে কেক কাটেন। তবে সবার মনে প্রশ্ন হলো, কাছের মানুষের জন্মদিনে কি উপহার দিয়েছেন শোভন? সেই কথার উত্তরে বেশ ভালোবাসার সুরে জানিয়েছেন প্রেমিকা বৈশাখী,তাঁর মতে, আমার অস্তিত্বটাই তো শোভনের দেওয়া। আর অন্যদিকে প্রেমিক শোভনের মতে, তাঁর জীবনে উপস্থিতি টাই তাঁর কাছে সবথেকে বড়ো উপহার। অর্থাৎ দুজনেই প্রেমে এতটাই মশগুল যে দুজন দুজনের উপস্থিতিতেই নিজেদের জীবনের সর্বাধিক মূল্যবান বলে মনে করে। সারাজীবন পাশে থাকা তাই তাঁদের কাছে সবথেকে বড়ো উপহার হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: দুধের শিশু ঈশানকে অনেক রাত অবধি জাগিয়ে রাখতেন যশ! কেন নিজের সন্তানের সাথে এমন কঠিন আচরণ তার?
গোলপার্কের ফ্ল্যাটে শোভন ও বৈশাখীর ঘনিষ্ঠদের উপস্থিতিতে জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টিতে অনেক কাছের মানুষেরা উপস্থিত হয়েছিলেন। সম্প্রতি এই দুজনকে একসাথে নিজেদের ভালোবাসা উৎযাপন করতে কাশ্মীর গিয়েছিলেন। সেই দৃশ্য দেখে অনেক নেটিজেনরা আবার মন্তব্য করেছিলেন এই জুটি হানিমুন করতে গিয়েছেন নাকি। আবার মম চিত্তে’র তালে শোভনবাবুর চারপাশে ঘুরে বৈশাখী কে নেচে ঘুরতে দেখা গিয়েছিল। তবে সেই নিয়ে প্রচুর ব্যাঙ্গের শিকার হতে হয়েছিল দুই জুটিকে। কিছুদিন আগেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ক তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ পেয়েছেন যা পাওয়ার পর আবার সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, এতদিন পর মুক্তির স্বাদ পেলেন তিনি। এবার প্রেমিকার জন্মদিন পালন করলেন প্রেমিক শোভন। সেই দৃশ্য ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবারও ব্যাঙ্গের শিকার হয়েছেন জুটি।