গসিপ

পরিবারে ঘটলো নয়া সদস্যের আগমন! ছবি শেয়ার করে আনন্দে আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী

বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত এবং সমালোচিত নায়িকা তিনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম জলঘোলা হয়নি সোশ্যাল মিডিয়া জুড়ে। আজও অব্যাহত সেই ধারা বহুজনের মধ্যে। তবে অভিনেত্রী সেইসব নিয়ে আবার বেশি মাথা ঘামানো একেবারেই পছন্দ করেন না। উলটে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকতেই অধিক পছন্দ করেন। নিজের জীবনের প্রতিটি খুশির খবর ভাগ করে নেন অনুরাগীদের সাথে। এবারেও তার ব্যতিক্রম হলোনা। পরিবারে নতুন সদস্যের আগমনের খবরটা সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন সেই খবর। ছবি দেখার পরেই নেটপাড়া জুড়ে সবাই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। সবাই খুব আনন্দিত হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী এই খবর দেওয়ার পর।

আরও পড়ুন: অনুপম রায় দিলেন এক সুপ্ত প্রতিভার খোঁজ, এক গাড়ি চালক মাউথ অর্গানে ‘সোহাগে আদরে’ গানটি বাজিয়ে মুগ্ধ করে দিয়েছে

বাংলা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে জানিয়েছেন যে তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। নতুন গাড়ি কেনার সাথে সাথে কেক কেটেছেন তিনি। আর সেই গাড়িই হলো অভিনেত্রীর নতুন সদস্য। সাথে সাথে ছবি ভাইরাল হয়ে পড়ে এবং নেটাগরিকরা প্রচুর শুভেচ্ছা জানিয়েছেন। শ্রাবন্তী প্রথমবার বড়ো পর্দার ক্ষেত্রে অভিনেতা ওম সাহানির সাথে একসাথে অভিনয় করতে চলেছেন।

ছবির পোস্টার কিছুদিন আগে নিজেই শেয়ার করে নিয়েছিলেন ভক্তদের সাথে। পোস্টার দেখেই ভক্তরা বুঝে নিয়েছিলেন, বেশ হরর থ্রিলার ছবি হতে চলেছে। দর্শনা বণিককে ছবিতে একটি আইটেম গানের সাথে নাচের দৃশ্যে দেখা যাবে। মিউজিকের দায়িত্বে রয়েছেন, ডাব্বু। অনুপম রায়, রাজ বর্মন এবং অন্তরা মিত্র ছবির গান গেয়েছেন।

আরও পড়ুন: “টনিক-এর বাণিজ্য নিয়ে সবাই মাতামাতি করেছেন, কেউ জানেনই না, ‘কিশমিশ’ এক দিনে ‘টনিক’-এর চার দিনের ব্যবসা করে নিয়েছে”- দেব, কিশমিশ এই কদিনেই টেক্কা দিয়ে দিয়েছে টনিককে।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ভূতে বেশ ভয় পান কিন্তু তিনি পর্দার ক্ষেত্রে অভিনয় করতে বেশ মজা পেয়েছেন বলেই জানিয়েছেন। অয়ন দে পরিচালিত ছবিটিতে ওম এবং শ্রাবন্তীকে একসাথে স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। কলকাতায় ছবির বেশিরভাগ অংশের শুটিং হয়েছে বলেই জানা যায়। অভিনেত্রী ছবি ছাড়াও বরাবর চর্চায় থাকেন। তবে এবার একেবারে একটি ভিন্ন কারণ সামনে এসেছে। যেখানে অভিনেত্রীর কেনা নতুন গাড়ির সাথে ছবি শেয়ারের সাথে সাথে উচ্ছাসিত হতে দেখা গিয়েছে। তবে এক্ষেত্রে অনুরাগীরা সমালোচনার বদলে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তাই জানিয়েছেন। অভিনেত্রীর নতুন ছবি ঠিক কতটা রোমাঞ্চকর হতে চলেছে তা সময় বলবে।

Related Articles

Back to top button