গসিপ

‘আহারে খুশি থাকুক এই দুঃখের দিনে’ তৃণমূলের দেবাংশুকে নিয়ে চরম ট্রোল শ্রীলেখার

বামপন্থী মানসিকতার মানুষ এবং তৃণমূলী মানসিকতার মানুষের মধ্যে প্রায়শয়ই টক্কর লাগে যেমন বামপন্থী শ্রীলেখা মিত্র ও তৃণমূলী দেবাংশু ভট্টাচার্যের মধ্যে প্রায়‌ই টক্কর লাগে। কিছুদিন আগেই যখন দেবাংশু বলেছিলেন ‘মুকুল রায় তৃণমূলে ফিরে এলে দল ছেড়ে দেব’- তখন তার বক্তব্যকে ঘিরে হাজারো ট্রোল মিম শুরু হয়ে গিয়েছিলো। সেই সময় শ্রীলেখা মিত্র নিজের টাইমলাইনে লিখেছিলেন ‘এ তো পুরো কার্টুন’ তার প্রত্যুত্তর দিয়েছিলেন দেবাংশু‌ও। এক বছর পরেই সেই বক্তব্যকে তুলেই আবার উল্টো চাল দিলেন শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা মিত্রর বক্তব্যর পর দেবাংশু বলেছিলেন, “যিনি ঐ মজার মিম শেয়ার করেছেন, তার নাম ভুলে গিয়েছিলাম গুগল করতে হলো”- সেই মন্তব্য ভোলেননি শ্রীলেখা। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ২১ কোটি উদ্ধার নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল হয়ে আছে তখনই শ্রীলেখা মিত্রর ছবি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে! তাই সেই প্রসঙ্গ তুললেন অভিনেত্রী।

করোনা লকডাউনের মধ্যে মুক্তি পেয়ে বাংলা ছবি অভিযাত্রিক সেভাবে বক্স অফিসে সফলতা লাভ না করলেও বর্তমানে অভিযাত্রিক দুইটি জাতীয় পুরস্কার লাভ করেছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র। তাই তিনি এবার দেবাংশুকে কটাক্ষ করে লিখলেন, “আমাদের ছবি অভিযাত্রিক দুটো জাতীয় পুরস্কার পেয়েছে দেবাংশু ভাই তুমি বলেছিলে কে শ্রীলেখা মিত্র সার্চ করে দেখতে হবে। যাইহোক ভালো থেকো খোকা।” একই সাথে শ্রীলেখা আবার ব্যাকেটে লিখেছেন“বেশি পাত্তা দেওয়া হলো জানি আহারে খুশি থাকুক এই দুঃখের দিনে।” দুঃখের দিন বলতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং ২১ কোটি উদ্ধারের কথায় যে বলা হয়েছে তা বুঝতে বাকি নেই রাজনৈতিক অভীঞ্জদের।

Related Articles

Back to top button