“এত ট্রোলিংয়ে রূপঙ্কর দা যদি কিছু করে বসেন? ক্ষমা করতে পারবেন তো নিজেদের? প্রশ্ন শ্রীলেখার

গত মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে রূপঙ্কর বাগচী বলেন, বাংলার গায়কদের নিয়ে এই পরিমাণ মাতামাতি হয়না কেন? যা মুম্বাইয়ের গায়কদের নিয়ে হচ্ছে! এর সাথে তিনি আরও প্রশ্ন ছুঁড়ে দেন যে, “Who is kk?” এরপর কাকতালীয় ভাবে সেইদিনই নজরুল মঞ্চে কয়েকটি গান গাওয়ার পর অসুস্থ হয়ে মারা যান কে কে। এরপর কুসংস্কারাচ্ছন্ন কিছু মানুষ রূপমের দিকে আঙ্গুল তোলেন। তারা বলতে শুরু করেন যে, রূপঙ্করের জিভ এতই কালো যে, তার কু কথা ফলে যায়, তার বলা কথার জন্যই মারা গেলেন বলিউডের জনপ্রিয় গায়ক kk।
এইখানেই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রশ্ন তোলেন। বরাবরই কারোর সমর্থনে অথবা বিপক্ষে নয় স্পষ্ট কথা বলেছেন শ্রীলেখা। স্পষ্টবাদী বলে পরিচিত এই অভিনেত্রী দেবশ্রীরও পাশে দাঁড়িয়ে ছিলেন, যখন সর্বজয়া করবার জন্য কুৎসিতভাবে ট্রোল করা হয়েছিল দেবশ্রী কে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদে মুখর হওয়া এই অভিনেত্রী বর্তমানেও রূপঙ্করকে একচেটিয়াভাবে করে যাওয়া ট্রোলিংয়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। সুস্থ মানসিকতার যুগে রূপঙ্করকে আক্রমণ না করে কেকের মৃত্যুর পিছনে আসলে কারা দায়ী তা খুঁজে বার করা হোক এই আহ্বান জানিয়েছেন তিনি।
রূপংকরের বক্তব্যকে নিয়ে যখন তুমুলভাবে সমালোচনা করা হচ্ছে তখনই রূপঙ্কর তার বক্তব্যের সাফাই দিয়ে বলেছিলেন তার মন্তব্য নিয়ে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি শুধু এটাই বলতে চেয়েছিলেন যে মুম্বাই কে নিয়ে এত মাতামাতি করবার আগে বাংলাকে দেখুন, বাংলার শিল্পীদের সম্মান করুন। কিন্তু তার বক্তব্যকে শোনা হয়নি উল্টে বারংবার তার দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। এমনকি তাকে ফোনে আর মেসেজে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। বাধ্য হয়ে গায়কের পরিবারকে পুলিশের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছে। কেকের মৃত্যুর পর আমজনতা থেকে শুরু করে তারকা, ইউটিউবাররা সকলে মিলেই গায়ক রূপঙ্কর কে ট্রোল করতে শুরু করেছেন। এইরকম অবস্থায় শ্রীলেখা ট্রোলারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “এরপর রূপঙ্কর দার কিছু হলে কী করবেন?”
শ্রীলেখা ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট লেখেন যেখানে তিনি লেখেন,“ এরপর ভগবান না করুন রূপঙ্করের কিছু হয়ে গেলে নিজেদের ক্ষমা করতে পারব আমরা? সিস্টেমটা দায়ী। কোন বিশেষ ব্যক্তি নয়। বের করুন খুঁজে কেন আমরা কে কে-কে হারালাম সেই ব্যাপারে। বের করুন খুঁজে কেন কে কে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়ে রূপঙ্করদাকে সবকিছুর জন্য দায়ী না করে। আর হ্যাঁ আপনারা ভাবতেই পারেন তাই বলে দিই দীপঙ্কর দা আমার একটুও কাছের নয়। কেউ আপনারা কোনদিন কারো ব্যাপারে কিছু বলেননি তো? সবাই এত মহৎ? আমরা সবাই এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ওদের পরিবারের কথা একটু ভাবুন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা ট্রোলিং বন্ধ করুন। কারণ এটা কোন মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে, একটু মানবিক হন সবাই।”