“গত বছর সবটা ওলট-পালট হয়ে যায়। গুঞ্জন রটে তিনি নাকি দীর্ঘদিনের অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন।”- কাঞ্চন মল্লিকের সাথে পরকীয়ার রটনা নিয়ে কি জানালেন শ্রীময়ী?

সোশ্যাল মিডিয়ায় সবসময়ই কোনো না কোনো সেলিব্রিটিদের নিয়ে কখনও তাদের ব্যক্তিগত সম্পর্ক কখনও পেশাগত দিকে , কিছু না কিছু নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকে। সেখানে অভিনয় জগতের ক্ষেত্রে সে বাংলা হোক কি হিন্দি সব ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রী দের জীবন নিয়ে কৌতুহল বরাবর মানুষের মধ্যে। তারপর যদি কোনো অভিনেতা বা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কোনো তথ্য সামনে আসে তাহলে তো আর কথাই নেই। গত বছর এমনই টেলি নায়িকা শ্রীময়ী চট্টরাজকে নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। সেইসময় টলিউডের বিখ্যাত অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে বহু কটূক্তির মুখোমুখি হতে হয়েছিল শেষ পর্যন্ত আইনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল সেই ঘটনা।
তবে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ বহুদিন টেলিভিশন থেকে দূরে থাকার পর অবশেষে খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে ফিরে এসেছিলেন।নায়ক বিহানের সৎ বোনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তবে এই ধারাবাহিক তো শেষ তাহলে অভিনেত্রী এখন ঠিক কি করছেন জানেন কি? ধারাবাহিক টি শেষ হয়ে যাওয়ার পরেই স্বাভাবিক ভাবেই মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর। আগের ধারাবাহিক কৃষ্ণকলির থেকেও এখানে কাজ করে তিনি অধিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র ছয় মাসের পরেই শেষ হতে চলেছে, খুকুমণি হোম ডেলিভারি। তাই তাঁর মত অনুযায়ী, অভিনয় পেশা অত্যন্ত একটি অনিশ্চিত পেশা।
তবে শ্রীময়ী তাঁর গত বছরের অভিজ্ঞতা শেয়ার করতে গেলেই সব যেনো ওলট পালট হয়ে গিয়েছিল। চারিদিকে গুঞ্জন শোনা গিয়েছিল, তিনি অভিনেতা কাঞ্চন মল্লিকের সাথে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। সারা টলিউড ইন্ডাস্ট্রি তে এই গুঞ্জন শোনা গিয়েছিলো। অভিনেত্রী খুব ভেঙে পড়েছিলেন মানসিক দিক দিয়ে। কৃষ্ণকলি ধারাবাহিকে কাজ শেষ হওয়ার পর বহুদিন ধরে তিনি কোনো কাজের পাননি। ব্লুজ প্রোডাকশন এর কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী তাঁকে ফের কাজের জগতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তবে সম্পর্কের রটনা নিয়ে তিনি জানিয়েছেন, কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জী তাঁকে একেবারে ভুল বুঝেছিলেন।
কাঞ্চন মল্লিকের স্ত্রীর সাথে তাঁর ভালো সম্পর্কই বজায় ছিল। মানসিক অবসাদের কারণে বা কারো প্ররোচনায় পড়ে পিঙ্কি এমন কাজ করেছিলেন বলে তাঁর দাবি। তাই সেইসময় আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করেছিলেন তিনি। শ্রীময়ী স্পষ্ট চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে তার বন্ধুত্ব এখনও অটুট রয়েছে। তবে সেই মুহূর্তে তাঁর পরিবারের সদস্যরা খুব ভেঙে পড়েছিল সেইসাথে সম্মান হানির শিকার হয়েছিলেন।