গসিপ

‘জীবনটা শুধু নিজের লাভের কথা ভাবা নয়’, ঋতুপর্ণাকে উপদেশ শ্রীলেখার! এসএসসি দুর্নীতি নিয়ে ‘ভাবলেশহীন’ ঋতুপর্ণা, খোঁচা দিতে ছাড়লেন না শ্রীলেখা মিত্র

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনেক বছর ধরে মানুষের মনের মনিকোঠায় জায়গা করে রেখেছেন অভিনেত্রী। তার ছবি মানেই একের পর এক হিটস। তার সময়ের বড় বড় সব অভিনেতাদের সাথে বিপরীত রোলে দাপিয়ে অভিনয় করে গেছেন অভিনেত্রী। পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু বর্তমানের “অপা” কাণ্ডে কিছু বলার মত সাহস অভিনেত্রী দেখাননি। প্রশ্ন থেকে যায় কেন এত বড় মাপের একজন অভিনেত্রীর এহেন অবস্থা?

অন্যদিকে টলিউডের আরো এক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা। ঋতুপর্ণার মত না হলেও শ্রীলেখাও বেশ জনপ্রিয়। বহু ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। এমনকি সাহসী কথা বলার ক্ষমতা রাখেন অভিনেত্রী। সে তার ব্যক্তিগত জীবন হোক বা সামাজিক রাজনৈতিক ক্ষেত্র। এবার ঋতুপর্ণা কে নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।

সম্প্রতি অর্পিতা – পার্থর এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব শ্রীলেখা। এরই মধ্যে তিনি পোস্ট করলেন একটি স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে একটি বিশিষ্ট সংবাদ মাধ্যম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা কে প্রশ্ন করেন। সেই কথার উত্তরে অভিনেত্রী বলেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। একটু সময় নিয়ে ভেবে উত্তর দেব”। এখানে পাঠকের মনে প্রশ্ন থেকে যাওয়া স্বাভাবিক যে এত বড় মাপের একজন অভিনেত্রী কেন সামাজিক দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারেননি? এই সমাজে উচ্চপদস্থ ব্যক্তিরাই যদি সামাজিক দুর্নীতিতে এগিয়ে না আসেন তবে সমাজ দুর্নীতিমুক্ত হবে কি করে?

স্ক্রিনশটটি পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা লেখেন, “এই পোস্টটা অন্তত ব্যক্তিগত ভাবে ভেবো না ঋতু। জানি তুমি সিনিয়র অনেক অনেক বেশি, অনেক বেশি সফল আমার থেকে, তোমার পরিচিতের সংখ্যার কোনও শেষ নেই (এবং তারা খুব শক্তিশালী) কিন্তু রাজ্যের এই অবস্থায় এই উত্তরটা…… জীবনটা শুধু একা বাঁচার নয়, শুধু নিজের লাভের কথা ভাবা নয়, তাঁর থেকে অনেকটা বড়। একটু সময় নিয়ে দেখো এসব চাকরি না পাওয়া ছেলেমেয়েদের কষ্ট যদি উত্তর খুঁজে পাও। ভাল থেকো”। নিজের ব্যক্তিগত কারণ থেকে সামাজিক রাজনৈতিক সব ক্ষেত্রেই মুখ খোলেন অভিনেত্রী শ্রীলেখা। তবে এবার তার এই বিষয়ে সরব হওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রশংসনীয়।

Related Articles

Back to top button