গসিপ

জন্মদিনে ছোট ইউভানের বাবার সাথে টুইনিং! মা শুভশ্রী গাঙ্গুলি শেয়ার করে নিলেন সেই ছবি

সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজপুত্র পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির একমাত্র ছেলে ছোট ইউভান। নতুন একটা বছর এগোলো মানেই খুদে একটু একটু করে বেড়ে উঠছে ক্রমশ। যেকোনো উৎসবেই ভক্তরা মুখিয়ে থাকে তাদের সবার প্রিয় ইউভান কে দেখবে বলে। দুর্গাপূজা, সরস্বতী পূজা সবেতেই ইউভান হাজির তার নতুন লুক নিয়ে। এবার পয়লা বৈশাখ উপলক্ষে তাই মা বাবার সাথে একেবারে ম্যাচিং লুকে ধরা দিল খুদে।

আরও পড়ুন: বলিউডের মেঘে কালো মেঘের ঘনঘটা ঘনাচ্ছে ! প্রথমদিনেই ১৩৫ কোটির ব্যবসা করে রেকর্ড KGF চ্যাপ্টার ২ এর!

পরনে ছিল ছোট ইউভানের সাদা পাঞ্জাবি তাও আবার বাবা রাজ চক্রবর্তীর সাথে একদম ম্যাচিং করে। রাজ এইদিন নববর্ষ উপলক্ষে পরেছিলেন সাদা রঙের একটি পাঞ্জাবি তাহলে ছেলে আর বাদ যায় কেনো। মা শুভশ্রী পরেছিলেন লাল রংয়ের একই পোশাক। নববর্ষ উদযাপন করতে এইদিন বাবা, মা ও ছেলে কে একেবারে মুখভর্তি হাসি নিয়ে তিনজনের ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছিল। নববর্ষের শুরুটা ভক্তদের পছন্দের ইউভানের সাথে শুরু মানেই সবার মন খুশি। শুভশ্রী ছবির ক্যাপশনে লিখেছিল শুভ নববর্ষ। নতুন বছরে ছোট ইউভানের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে দেদার খুশি অনুরাগীরা।

সম্প্রতি ছেলের প্রথম প্লে স্কুলে যাওয়ার ছবি শেয়ার করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। ছোট ইউভানের ছোট থেকে বেড়ে ওঠা, হাঁটতে শেখা, খেলা সব মুহূর্তই রাজ শুভশ্রী ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন যে কারণে সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত সংখ্যা মোটেই কম নয়। মাত্র দেড় বছর বয়সে ছেলের প্রথম স্কুলে যাওয়ার ছবি তাই শেয়ার করেছিলেন মা শুভশ্রী পরেছিলেন যেখানে একরত্তি কে দেখতেও খুব মিষ্টি লাগছিল। তার কিছুদিন আগেই বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষ্যে হাতেখড়ি অনুষ্ঠানের মাধ্যমে ইউভান এর হাতেখড়ি পর্ব সম্পন্ন হয়েছিল। কিন্তু তার আগেই বাড়িতে মায়ের হাত ধরে তার পড়াশোনা শুরু হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: বিমল এলাইচি’র বিজ্ঞাপন ঘিরে উত্তেজনা তুঙ্গে, এবার শাহরুখ – অজয়ের পাশে এই নতুন সুপারস্টার কে?

ডান্স বাংলা ড্যান্স সিজনের বিচারকের পদে দেখা গিয়েছিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। একসাথে বাচ্চা বাড়ি সামলে নিজের কাজের দিকেও মন দিয়েছেন অভিনেত্রী এমনকি জোরকদমে কাজ করেও চলেছেন। অভিনেত্রী বর্তমানে খুব ব্যস্ত নিজের ছবির কাজ নিয়ে। অন্যদিকে রাজ চক্রবর্তী একদিকে নিজের পরিচালনার কাজ আরেক দিকে নিজের রাজনৈতিক পেশা দুটো ক্ষেত্রেই সমান ভাবে এগিয়ে যাচ্ছেন।

Related Articles

Back to top button