”যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম সেই জিনিসটাই যখন থাকলো না জীবনে তখন আমি বুঝতে পারলাম লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল” – দেবের সাথে সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন শুভশ্রী

বাংলা ছবির জগতে শুভশ্রী গাঙ্গুলি একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী। যিনি একের পর এক ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে, টলিউড জগতে পাকাপাকি ভাবে একটা জায়গা করে নিয়েছেন। বর্তমানে অভিনেত্রী পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিয়ের পর এক পুত্র সন্তানের মা হয়েছেন, সেইসাথে অভিনয় সমান তালে সামলাচ্ছেন। এককথায় বলতে গেলে , অভিনেত্রী এখন জীবনের বেস্ট সময় অতিবাহিত করছেন। তবে একসময় তিনি জীবনের এক কঠিন সময় কাটিয়েছেন। সেই কথা ভাবলে আজও তিনি কেঁদে ফেলেন। অভিনেত্রী সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছিলেন একটি জনপ্রিয় শোতে। সেই শো এর পুরনো ভিডিও এখন আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে। আবার সেই পুরোনো জিনিস নিয়ে তাই কথা শুরু হয়েছে।
জি বাংলার একসময়ের একটি জনপ্রিয় শো হ্যাপি পেরেন্টস ডে এর একটি পর্বে বাবা মা কে সাথে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। যেখানে তিনি শেয়ার করেছিলেন বহু কথা। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুভশ্রী জানিয়েছিলেন, তাঁর দিদির অনুপ্রেরণায় সে প্রথম অভিনয় জগতে প্রবেশ করেছিল। একটি কাগজে বিজ্ঞাপন দেখে শুভশ্রী প্রথম অডিশন দিতে গিয়েছিল দিদি ও মায়ের সাথেই। বাড়ির কেউ জানত না সেই কথা। শুভশ্রীর বাবা প্রথমে এতটা পছন্দ করতেন না কিন্তু পরে মেয়ের সাফল্য দেখে তিনি খুব খুশি হয়েছিলেন।
তারপরেই অভিনেত্রী জীবনের কিছু অজানা দিক তুলে ধরেন। টলিউডের অভিনেতা দেবের সাথে শুভশ্রীর সম্পর্কের কথা সবার জানা রয়েছে। তবে সেই সময় অভিনেত্রীর জীবনে বহু ঘাত প্রতিঘাত নেমে এসেছিল। তিনি জানিয়েছেন, আমার লাইফে একটা ফেজ এসেছিল যখন কাজ থেকে আমার ফোকাসটা একদম শিফ্ট করে গেছিল এবং সেটা কিন্তু আমার ডিসিশন ছিল। আফটার ‘পরাণ যায’ আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি নিজের ইচ্ছাতেই কাজ ছেড়েছিলেন। তারপর আরও বলেন, ,”যেটার জন্য ডিসিশনটা নিয়েছিলাম সেই জিনিসটা যখন থাকলো না জীবনে তখন আমি বুঝতে পারলাম লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। কিন্তু আমি রিগ্রেট করি না যে কেন আমি আমার চারটে বছর ওয়েস্ট করেছি। আমি আমার বাবা-মার সাথে সব কথা শেয়ার করতে পারতাম না, আমি আমার খুশিটাই আমার বাবা-মার সাথে শেয়ার করতে চাই। ডেফিনেটলি ওরা বুঝতে পারতো।”
অভিনেত্রী যে মানসিক দিক দিয়ে সেইসময় ভীষণ ভেঙে পরেছিলেন সেই কথা জানিয়েছেন, মা বাবার সাথে কথা বলতে বলতে তিনি পাঁচ মিনিট ছাড়া ছাড়া উঠে বাথরুমে কেঁদে আসতেন। তবে অভিনেত্রী বিশেষ কারোর নাম উল্লেখ না করলেও সবার এর বুঝতে বাকি নেই। অভিনেত্রীর এই দশা কার জন্য হয়েছিল। তাই সরাসরি না হলেও অভিনেত্রী যে দেব কেই বোঝাতে চেয়েছেন সবাই বুঝেছিলেন।